পশ্চিমী ঝঞ্জা সরে যেতেই গত শুক্রবার থেকে রাজ্যে বেড়েছে ঠান্ডার দাপট। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পর্যন্ত স্থায়ী থাকবে এই শীতের আমেজ। তারপরই শুরু হবে বৃষ্টি।
গত সপ্তাহে, পশ্চিমী ঝঞ্জা বিদায় নেওয়ার পর উত্তুরে হাওয়া জোরদার হয়। শুক্রবার থেকে রাজ্য জুড়ে শেষবারের মতো শীতের আমেজ দাপিয়ে বিরাজ করে। সোমবার পর্যন্ত এই শীত স্থায়ী থাকলেও তারপরই শুরু হবে বৃষ্টি।
আরও পড়ুন : সরস্বতী পুজোয় টানা পাঁচ দিন ছুটি রাজ্যের সরকারি কর্মচারীদের
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগত পশ্চিমী ঝঞ্জাটি আসছে দক্ষিণবঙ্গে তার জেরেই হবে এই বৃষ্টি, চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। মঙ্গলবার থেকে ক্রমেই মেঘলা হবে আকাশ। গায়েব হবে ঠান্ডা, সরস্বতী পুজোর সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রিতে পৌঁছতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রির কাছাকাছি।
শীতের আমেজে শেষ বারের মতো পারদ অনেকটাই নেমেছে। আলিপুরের তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির নীচে। জেলাগুলিতে তাপমাত্রা ছিলো আরও কম। সারা ভারত জুড়ে শীতের প্রভাব বেশ ভালো মতোই লক্ষ্য করা গেছে। এদিন সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।