৭১ তম প্রজাতন্ত্র দিবসে দেশের ইতিহাসে কেরলে ঘটল এমন ঘটনা যার আগে তা কখনো সেখানে ঘটেনি। কেরলের সমস্ত মসজিদে উত্তোলন করা হল ভারতের জাতীয় পতাকা। এছাড়া সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়েছে।
জানা গিয়েছে, আগেই কেরলের স্টেট ওয়াকফ বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাজ্যের প্রতিটি মসজিদে ভারতীয় পতাকা উত্তলন করারা পাশাপাশি যেনো সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। গত ২৫ জানুয়ারি কেরলের সমস্ত মসজিদ কর্তৃপক্ষের কাছে এই বিজ্ঞাপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত মসজিদগুলিতে ২৬ জানুয়ারি সকাল সাড়ে আটটার মধ্যে পতাকা উত্তলন করে সংবিধানের প্রস্তাবনা পাঠ করতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ১৭ হাজার ফুট উচ্চতা, মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় সাধারণতন্ত্র দিবস উদযাপন ITBP বাহিনীর
কেরল রাজ্যের রাজ্য কমিটির সদস্য ও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান এক সিপিএম নেতার কথায়, কেন্দ্র সরকার যে নতুন নাগরিকত্ব আইন লাগু করবেন বলে জানিয়েছে তার জন্য দেশে বসবাসকারী মুসলিমরা ভিত হয়ে আছে। তাদের মনের ভিত কাটাতে ও সকলকে একসাথে নিয়ে তাদের মনে ঐক্যের মতবাদ গড়ে তুলতেই এই প্রচেষ্টা।