আগামীকাল ৭১ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএনএল নিয়ে আসছে এক নয়া অফার। যার জন্য অতিরিক্ত সুবিধা পাবেন বিএসএনএল ব্যবহারকারী গ্রাহকেরা। যদিও গত বছরের শেষের দিকে জিও, এয়ারটেল ও ভোডাফোন তাদের দাম ৪০ শতাংশ বাড়িয়েছিল কিন্তু এরই মধ্যে বিএসএনএল বাজারে নিয়ে আসছে আকর্ষণীয় ছাড়। তারা মনে করছেন এতে গ্রাহকেরা বেশি আকর্ষিত হবেন।
বিএসএনএলের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে চালু হবে এক নতুন অফার যার মূল্য ১৯৯৯ টাকা। জানা গিয়েছে, এই অফারে আগে বিএসএনএল ৩৬৫ দিনের সুবিধা দিত। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তারা এই প্ল্যানের মেয়াদকাল আরও ৭১ দিন বাড়িয়ে দিচ্ছে। সুতরাং, এখন গ্রাহকেরা পাবেন ৪৩৬ দিন ব্যবহারের সুযোগ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : এবার আরও সস্তা, ১৮০ দিনের দুর্দান্ত প্ল্যান আনলো ভোডাফোন
১,৯৯৯ টাকার প্ল্যানের মেয়াদকাল আগে ছিল ৩৬৫ দিন যা আগামী ২৬ জানুয়ারির পর থেকে ৪৩৬ দিন অর্থাৎ ৭১ দিন বাড়িয়ে দেওয়া হবে। এই প্ল্যানে গ্রাহকেরা প্রতিদিন ৩ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। আগে ২ জিবি ডেটা ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। থাকছে আনলিমিটেড কলের সুবিধা, ১০০ টি এসএমএস ব্যবহারের সুযোগ ও STD কলের সুযোগ।