জয় দিয়ে সফর শুরু করলো ভারত। অকল্যান্ডে বড়ো লক্ষ্য তাড়া করে সহজভাবে জয় পেল ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিং করে ভারত। নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে ভারতের সামনে ২০৪ রানের বিশাল লক্ষ্য রাখে নিউজিল্যান্ড। কিউয়ি ওপেনার কলিন মুনরো ৫৯, রস টেলর ৫৪ এবং অধিনায়ক কেন উইলিয়ামসন ৫১ রান করেন। মহম্মদ শামি ছাড়া সকল ভারতীয় বোলার একটি করে উইকেট দখল করেন।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। দ্বিতীয় ওভারে মিচেল স্যান্টনারের বল গ্যালারিতে পাঠাতে গিয়ে আউট হন রোহিত। এরপর কে এল রাহুলের সঙ্গে জুটি বেঁধে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ৯৯ রানের পার্টনারশিপ করেন মাত্র ৫০ বলে। এই জুটি ভারতকে জয়ের দিকে অনেকটা এগিয়ে দেন। কে এল রাহুল ৫৬ রান করে আউট হন। মার্টিন গাপটিল এর একটি অনবদ্য ক্যাচ ভারত অধিনায়ককে ৪৫ রানের মাথায় সাজঘরে ফেরায়। এরপর শ্রেয়স আইয়ার অপরাজিত ৫৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now*ম্যাচের সংক্ষিপ্ত স্কোর*
ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়
নিউজিল্যান্ড ২০৩-৫(২০ ওভার) কলিন মুনরো ৫৯, রস টেলর ৫৪, রবীন্দ্র জাদেজা ১-১৮
ভারত ২০৪-৪(১৯ ওভার) শ্রেয়স আইয়ার ৫৮, কেএল রাহুল ৫৬, ইশ সোধি ২-৩৬
ভারত ৬ উইকেটে জয়ী