নিউজরাজ্য

গরু পাচার সন্দেহ, ভারত বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে মৃত্যু তিন বাংলাদেশীর

Advertisement

সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে বেড়েছে হত্যার ঘটনা। নওগাঁর পোরশার হাঁপানিয়া সীমান্তে ভারতের সীমান্ত বাহিনীর গুলিতে প্রাণ দিয়েছেন ৩ বাংলাদেশী। সীমান্তে যাতে হত্যা বন্ধ হয় তার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

গত বৃহস্পতিবার ভোরে নওগাঁর সীমান্ত এলাকায় তিন ব্যক্তির হত্যার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, তারা তিনজনেই গোরু পাচারকারী। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বেশ কয়েকজন যুবক গোরু পাচারের জন্য বাংলাদেশ সীমানা থেকে ভারতের মধ্যে ঢোকে। তাঁরা যখন গোরু নিয়ে আবার বাংলাদেশের দিক রওনা দেয় সেই পথে BSF তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : CAA প্রতিবাদীদের ফের হুঁশিয়ারি যোগীর, বুঝে নেবে সব হিসেব-নিকেষ

সেই সময় তিন বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়। গোরু ব্যবসায়ীর একজনের গুলিবিদ্ধ দেহ বাংলাদেশের ২০০ গজ ভিতরে পড়ে থাকলেও বাকি দুজনের মৃতদেহ ভারতের ৮০০ গজ ভিতরে পড়ে ছিল বলে অভিযোগ বাংলাদেশের। জজানা গিয়েছে, তাদের নাম রনজিত কুমার (২৫), মফিজুল ইসলাম (৩৫) এবং কামাল হোসেন (৩২)।

Related Articles

Back to top button