এখনো পর্যন্ত অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি টি ২০ ক্রিকেটে সবথেকে বেশি রান করেছে। ৫১ টি ম্যাচে ধোনি ১১১২ রান করেছেন। আর এই মুহুর্তে অধিনায়ক হিসেবে টি ২০ ম্যাচে কোহলির রান ৩৩ টি ম্যাচে ১০৩২ রান।অর্থাৎ আর মাত্র ৮১ রান করলেই তিনি ধোনিকে অতিক্রম করে নতুন রেকর্ড এর দিকে এগিয়ে যাবেন।
এই মুহুর্তে বিরাট কোহলি অধিনায়ক হিসেবে টি ২০ ক্রিকেটে রয়েছেন চতুর্থ স্থানে। প্রথমে দক্ষিন আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ দু’প্লেসি।তিনি ১,২৭৩ রান করেছেন ৪০ টি ম্যাচে। দ্বিতীয় স্থানে আছেন ধোনি। তৃতীয় স্থানে আছে উইলিয়ামস যিনি নিউজিল্যান্ড এর অধিনায়ক,তার রান ১০৮৩, ৩৯ টি ম্যাচে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : প্রথম T-20 তে ৬ বোলিং অপশনে নামছে ভারত, দেখুন ভারতের সম্ভাব্য একাদশ
তবে প্রথম স্থান দখলের লড়াইএ বিরাট কোহলির পাশাপাশি রয়েছেন কেন উইলিয়ামসন, এক নম্বর স্থান অধিকার করতে তার দরকার ১৯১ রান আর কোহলির দরকার ২৪২ রান। দেখা যাক এই দুই অধিনায়কের মধ্যে কে দ্রুত প্রথম স্থানটি দখল করেন।