Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘন ঘন রং বদল আবহাওয়ার, কী জানাচ্ছে হাওয়া অফিস

মাঘের প্রথম সপ্তাহে উষ্ণতার পারদ বাড়ায় কিছুটা হলেও মন খারাপ বাঙালির। শীতের আমেজ এত তাড়াতাড়ি শেষ হয়ে আক্ষেপ হয়তো কাটতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবারও জাঁকিয়ে পড়বে শীত।…

Avatar

মাঘের প্রথম সপ্তাহে উষ্ণতার পারদ বাড়ায় কিছুটা হলেও মন খারাপ বাঙালির। শীতের আমেজ এত তাড়াতাড়ি শেষ হয়ে আক্ষেপ হয়তো কাটতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবারও জাঁকিয়ে পড়বে শীত। আগামী শনি ও রবিবার উষ্ণতার পারদ নামবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই দুই দিন কলকাতার তাপমান ১২ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে নামতে পারে বলে জানিয়েছে তারা।

শুধু তাই নয়, আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে সোমবার থেকে বাংলায় হতে পারে বৃষ্টিও। এই বৃষ্টি বুধবার পর্যন্ত হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমী ঝঞ্ঝার ফলেই এই বৃষ্টি বলে জানিয়েছেন তিনি। তবে এই বৃষ্টির ফলে পন্ড হতে পারে বাঙালির প্রাণের সরস্বতী পূজা। আগামী বুধবার সরস্বতী পূজা, অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোম থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : জেলায় জেলায় বৃষ্টি, আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন, কী জানাল হাওয়া অফিস

অন্যদিকে, শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির সম্ভবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। তবে ৪৮ ঘন্টা পর তাপমান কমবে পার্বত্য এলাকায়।

About Author