Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আপনরা যত পারেন প্রতিবাদ করুন, CAA নিয়ে পিছু হটছে না সরকার : অমিত শাহ

সারা দেশের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলছে, এই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হলেও, প্রত্যাহারের দাবি জানানো হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে অনড় থেকে জানিয়ে দিলেন যাদের আন্দোলন করার…

Avatar

সারা দেশের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চলছে, এই আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হলেও, প্রত্যাহারের দাবি জানানো হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে অনড় থেকে জানিয়ে দিলেন যাদের আন্দোলন করার আন্দোলন চালিয়ে যাক, কিন্তু কোনমতেই এই আইন প্রত্যাহার করা হবে না।

আজ লখনউয়ে সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব কে প্রকাশ্যে বিতর্কে নামার চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি বলেছেন যারা মিথ্যা প্রচার চালিয়ে বিভ্রান্তি তৈরি করছে, দেশকে টুকরো করছে সেই সব সিএএ বিরোধী দলগুলোর বিরুদ্ধে জনচেতনা তৈরি করার জন্য এই সভা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : CAA নিয়ে আমার সঙ্গে বিতর্কে যোগ দিন, মমতা-রাহুলকে চ্যালেঞ্জ অমিত শাহের

তিনি জানান যারা চায় তারা প্রতিবাদ বজায় রাখতে পারে তবে সরকারকে সিএএ নিয়ে পিছু হটছে না। তিনি আরো বলেন বিরোধীরা পারলে প্রমাণ করে দেখাক যে এই বিলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যাপার আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এর ফলে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না বরং বহু মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন।

লখনউয়ে ইতিমধ্যেই বিরোধী কর্মসূচী করছে বহু মানুষ। সভার আগে পুলিশ যেখানে ফ্ল্যাগ মার্চ করে সেখানে মহিলা বিক্ষোভকারীরা প্রতিবাদ চালিয়ে যায় পুলিশের নিষেধ না মেনে। বিজেপির অন্য নেতারাও উত্তরপ্রদেশে সিএএ র সমর্থনে প্রচারে নামবেন। বিজেপি সভাপতি জে পি নাড্ডা বৃহস্পতিবার সভা করবেন।

About Author