Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LIC-র নতুন স্কিম, মাত্র ২২ টাকা দিয়ে পেয়ে যান দারুন সুবিধা

লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) সকল সাধারণ মানুষের জন্যে একটি নতুন পলিসি নিয়ে এলো। এই পলিসিতে দুটি ডেথ বেনিফিট Level Sum Assured এবং Increasing Sum Assured এর মধ্যে যেকোনো…

Avatar

লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) সকল সাধারণ মানুষের জন্যে একটি নতুন পলিসি নিয়ে এলো। এই পলিসিতে দুটি ডেথ বেনিফিট Level Sum Assured এবং Increasing Sum Assured এর মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ পাবে পলিসি হোল্ডাররা। এলআইসির নতুন এই পলিসির নাম ‘জীবন অমর’। তবে নতুন এই পলিসিটি নিতে গেলে আপনাকে কেবলমাত্র এজেন্টদের মারফতই নিতে হবে। অনলাইনে এই পলিসিটি নেওয়ার সুবিধা এলআইসি দেয়নি।

এলআইসির তরফে জানানো হয়েছে, ১৮ থেকে ৬৫ বছরের যে কোনো সাধারণ মানুষই এই পলিসিটা নিতে পারবে। পলিসির মেয়াদ ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। কেউ পলিসি নিতে চাইলে তিনি ধূমপায়ী এবং নন-ধূমপায়ী বিভাগের মধ্যে বিকল্প বেছে নিতে পারবেন। ধূমপায়ীদের জন্য প্রিমিয়ামটি যারা ধূমপায়ী নন তাদের থেকে বেশি হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : এবার নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা আরও সহজ, বাড়িতে বসেই করুন এই কাজ, জানুন পদ্ধতি

এলআইসির এই নতুন পলিসিটিতে পুরুষ এবং মহিলা দুক্ষেত্রেই আলাদা আলাদা প্রিমিয়াম দিতে হবে। তবে প্রিমিয়াম দেওয়ার তিনটি সুবিধা থাকবে, অর্থাৎ তিনটি বিকল্পের মাধ্যমে আপনি প্রিমিয়াম জমা করতে পারবেন। সিঙ্গল প্রিমিয়াম, রেগুলার প্রিমিয়াম ও লিমিটেড প্রিমিয়াম এই তিনটি বিকল্পে প্রিমিয়াম জমা করা যাবে বলে জানিয়েছে এলআইসি।

 

About Author
news-solid আরও পড়ুন