নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চিন্তিত গোটা দেশ।এই পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিম্নত বিশ্বশর্মা ভারতীয় সংখ্যালঘুদের আশ্বস্ত করে বলেন যে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্থান থেকে আগত শরনার্থীদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।
কারণ মাত্র তিনটি নথি দেখালেই পাওয়া যাবে ভারতের নাগরিকত্ব। এগুলি হল
১. তিনি ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে এদেশে এসেছিলেন তা প্রমাণ করতে হবে।
২. তাকে হিন্দু-বৌদ্ধ-শিখ-খ্রিষ্টান-পারসি অথবা জৈন হতে হবে।
৩. ওই ব্যাক্তি পাকিস্তান, আফগানিস্তান বাংলাদেশের নাগরিক ছিলেন তা দেখাতে হবে।
আরও পড়ুন : বিজেপির উপর চাপ বাড়াতে মুকুল রায়কে জেরা রাজ্য পুলিশের
তিনি আরও বলেন যে, যাঁরা ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্থান থেকে এসেছেন তাঁরা সেই নথিটি দেখাতে পারবেন না। কারণ সেই নথি আনতে গেলে সেই দেশে যেতে হবে। এরপর প্রশাসনের দ্বারস্থ হলে ঠিকঠাক সহযোগিতা পাওয়া যাবে না।
তবে অন্য থেকে আগত কোনও ব্যক্তির ধর্মীয় অত্যাচার প্রমাণের উত্তরে তিনি বলেন যেসব শরনার্থী ভারতের নাগরিকত্ব পাবেন তারা নিজের দেশে যে অত্যাচারিত হয়েছিলেন তা তদন্ত করে দেখতে পারে দেশের তদন্তকারী সংস্থা।