কৌশিক পোল্ল্যে: টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সম্প্রতি নিজের ছকভাঙা অভিনয়ে চমকে দিয়েছেন সকলকে। পেয়েছেন এবছরের সেরা অভিনেত্রীর সম্মান।
তার আগামী ছবি ‘ধর্মযুদ্ধ’ এর কাজ প্রায় শেষ। ইতিমধ্যেই ছবির প্রথম গান মুক্তি পেল। ইন্দ্রদীপ দাশগুপ্তের কম্পোজিশনে শ্রেয়া ঘোষালের মিষ্টি কন্ঠের মিশেলে এই গান ‘তুমি যদি চাও’ কিছুক্ষনের মধ্যেই হাজার হাজার ভিউস পেয়েছে। সকলেই প্রংশসায় পঞ্চমুখ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ফুলের সাজে তমন্না, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশংসা, দেখুন সেই ছবি
গানের মধ্যে একটি সুন্দর গল্প দেখানো হয়েছে। ছবিতে সদ্য বিবাহিত স্বামীর সঙ্গে খুনসুটিতে মেতে মুন্নি ওরফে শুভশ্রী, তার স্বামী একজন অটোচালক। তাদের ভালোবাসার সম্পর্ক বিশেষ পরিনতি পায় মুন্নির গর্ভবতী হওয়ার পর। গানের শেষের এই মুহূর্তটি সত্যিই মনজয় করে নেয়।
রাজ চক্রবর্তী প্রযোজিত ও পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ ছবির এই গান না দেখলে মিস করবেন। ছবির ট্রেলার ও পরবর্তী গানটিও মুক্তি পাচ্ছে খুব শীঘ্রই।