Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রুদ্ধশ্বাস জয়, অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারাল ভারত

রাজকোটে দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত ৩৪১ রানের বিশাল লক্ষ্য খাড়া করে অস্ট্রেলিয়ার সামনে। ধাওয়ান ৯৬, রাহুল ৮০ এবং বিরাট…

Avatar

রাজকোটে দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত ৩৪১ রানের বিশাল লক্ষ্য খাড়া করে অস্ট্রেলিয়ার সামনে। ধাওয়ান ৯৬, রাহুল ৮০ এবং বিরাট কোহলি ৭৮ রান করেন। প্রথম ম্যাচের চেয়ে এদিন ব্যাটিং প্রদর্শন দুর্দান্ত হয় ভারতের। প্রায় ৮৫ রান বেশি করে ভারত দ্বিতীয় ম্যাচে।

রান তাড়া করতে নেমে শুরুতেই বিধ্বংসী ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। মনীশ পান্ডে অনবদ্য ক্যাচ নেন। এক ওভারে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারিকে আউট করে ম্যাচটি ভারতের দিকে ঘুরিয়ে দেয় কুলদীপ যাদব। শেষের দিকে তিন ভারতীয় পেসার বুমরাহ, শামি এবং নবদীপ অনবরত ইয়র্কার দিতে থাকেন। এক সময় মহম্মদ শামি পরপর দুই বলে টার্নার ও কামিন্সকে আউট করে হ্যাটট্রিক এর মুখোমুখি হন। ৩০৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারত ৩৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : মাঠে নামলেন ভারতের প্রাক্তন অধিনায়ক

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

  • অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়
  • ভারত ৩৪০-৬, ধাওয়ান ৯৬ রাহুল ৮০, জাম্পা ৩-৫০
  • অস্ট্রেলিয়া ৩০৪ অলআউট, স্মিথ ৯৮, লাবুশান ৪৬, শামি ৩-৭৭
  • ভারত ৩৬ রানে জয়ী
About Author