বছরের শুরুতেই বিপদজনক খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি দশকে পৃথিবীর তাপমাত্রা এত বৃদ্ধি পাবে যে তা নতুন রেকর্ড গড়বে। ২০১৬ সালে পৃথিবীর উষ্ণতা এত বেড়ে গিয়েছিল যে তা ১৫০ বছরের রেকর্ড ভেঙ্গে ফেলেছিল। চলতি বছর এত তাপমাত্রা বাড়বে যা গত পাঁচ বছরেও দেখা যায়নি।
নাসা ও ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমস্ফরিক অ্যাডমিনিস্ট্রেশনের পরিসংখ্যানে দেখা গেছে ১৮৮০ থেকে ২০১৯ সালের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছিল ২০১৬ সালে। তারপরেই ২০০৯ সাল। এই সালে বহু প্রাকৃতিক দুর্যোগ, দাবানল প্রভৃতিতে বহু মানুষ হাজার হাজার বন্যপ্রাণী প্রাণ হারিয়েছে। বিশ্বের গড় উষ্ণতা হাজার ১৯৫১ থেকে ১৯৮০ পর্যন্ত যা ছিল তার থেকে বেশি ছিল ২০১৯ সালের গড় উষ্ণতা। যার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে, তবে এই তাপমাত্রার সমান ভাবে বৃদ্ধি পায়নি। কোথাও তাপমাত্রা বেড়েছে কোথাও আবার তাপমাত্রা একই রয়ে গেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : আগামী ৪৮ ঘণ্টায় ফের আবহাওয়ার পরিবর্তন, কী জানাল হাওয়া অফিস
নিউইয়র্ক এ নাসার গর্ডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজ এর অধিকর্তা গ্যাভিন স্মিথ বলেছেন গত শতাব্দীর ছয়ের দশক থেকে দেখা যাচ্ছে প্রত্যেক দশকের তাপমাত্রা পূর্ববর্তী দশকের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই অনুমান করা হচ্ছে পরবর্তী প্রত্যেক দশকে বিশ্বের গড় তাপমাত্রা বাড়বে। তবে তিনি এও জানান যে শেষ দশকই ছিল দেড়শ বছরের মধ্যে উষ্ণতম।