ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়ারদের বাৎসরিক চুক্তির তালিকায় নাম নেই মহেন্দ্র সিংহ ধোনির। সেই জন্য ধোনির অবসর নিয়ে জল্পনা উঠতে শুরু করেছে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে দিলেন বিসিসিআইয়ের এক আধিকারিক। তিনি বলেছেন, “যে সমস্ত খেলোয়াড়েরা বর্তমানে ভারতীয় দলের হয়ে খেলছেন তাদের সাথে বোর্ড চুক্তি করে থাকে। ধোনি বিশ্বকাপের পর থেকে আর ভারতীয় দলের হয়ে খেলেননি তাই তার নাম চুক্তিতে নেই। তাই বলে তিনি যে আর ভারতীয় দলের হয়ে খেলবেন না এরকম তা ভেবে নেওয়ার কোন দরকার নেই”।
আরও পড়ুন : ফাঁস হল বিরাট কোহলিকে আউট করার গোপন রহস্য
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা আরো জানান, “এর আগেও অনেক খেলোয়াড় ভারতীয় দলের হয়ে খেলেছেন যাদের নাম চুক্তিতে ছিলোনা এবং ভবিষ্যতেও এরকম হতেই পারে তাই যারা ভাবছেন ধোনির নাম চুক্তিতে নেই বলে তিনি আর ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না এমনটা একেবারেই ভুল ভাবনা। নির্বাচকরাও ধোনির ব্যাপারে সেরকম কিছু ইঙ্গিত দেননি। আইপিএলে ধোনি কিরকম প্রদর্শন করেন তার উপরই নির্ভর করছে তার ক্রিকেট ভবিষ্যৎ। আইপিএলে ভালো পারফরম্যান্স করে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত হতেই পারেন”।