Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুরু হচ্ছে না এশিয়া কাপ, খেলতে যেতে নারাজ এই দল

২০২০ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের মাটিতে হওয়ার কথা ছিল এবারের এশিয়া কাপ। অনেকদিন পর অনেক বিতর্ক মূলক ঘটনার পর পাকিস্তানের মাটিতে আবার ক্রিকেট ফিরেছে। সেই জন্য বহুদেশীয় কোন টুর্নামেন্ট আয়োজনের…

Avatar

২০২০ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের মাটিতে হওয়ার কথা ছিল এবারের এশিয়া কাপ। অনেকদিন পর অনেক বিতর্ক মূলক ঘটনার পর পাকিস্তানের মাটিতে আবার ক্রিকেট ফিরেছে। সেই জন্য বহুদেশীয় কোন টুর্নামেন্ট আয়োজনের আশায় বুক বেঁধেছিল পাকিস্তান। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল ভারত। পাকিস্তানের মাটিতে শেষ বারের এশিয়া কাপ আয়োজিত হয়েছিল ২০০৮ সালে।

চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় এবারের এশিয়া কাপের ম্যাচ গুলি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। এক বিবৃতি জারি করে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে। “কোন পরিস্থিতিতেই ভারত পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে যাবে না। দরকার হলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে”। সেই মোতাবেক এশিয়া ক্রিকেট কাউন্সিল বা এসিসির কপালে চিন্তার ভাঁজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বোর্ডের চুক্তি থেকে বাদ মাহি, আর হয়তো দেখা যাবে না ভারতীয় ক্রিকেটে

এসিসি সূত্রে জানা যাচ্ছে ভারত যেহেতু পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে যেতে রাজি নয় তাই টুর্নামেন্টটি অন্য কোন দেশে আয়োজন করা হবে। ফেব্রুয়ারি মাসে সেই দেশের নাম ঠিক করা হবে। এক্ষেত্রে দুবাই, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাম উঠে আসছে। যদি দুবাইতে অনুষ্ঠিত হয় তাহলে পরপর দুবার সেখানে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কারণ আগের বছর দুবাইতে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল এবং ভারত সেটি জিতেছিল। প্রসঙ্গত ভারত আগের দুই এশিয়া কাপ পরপর জিতেছে। এবার জিততে পারলেই টানা তিনবার এশিয়া কাপ জেতার নজির গড়বে ভারত।

About Author