আরও একবার নাশকতার ছক জেহাদিদের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবী পুলওয়ামায় একটি গোপন বৈঠক করা হয়েছে সাধারণতন্ত্র দিবসে হামলা করার। পরিকল্পনা করেছে জইশ, লস্কর-সহ একাধিক জঙ্গি সংগঠন। পুলওয়ামার একটি আপেল বাগানে করা পরিকল্পনায় সামিল ছিল জামাত-উদ-দাওয়ার সাধারণ সম্পাদক আমির হামজা, জইশ প্রধান মাসুদ আজহারের ভাই মৌলানা ওমর ও লস্করের আরও বেশ কয়েকজন কমান্ডার।
হামলার নিশানায় রয়েছে দিল্লী, জম্মু, শ্রীনগরের সেনাঘাঁটি-সহ ভারতের একাধিক শহর। হামলার ছক জানতে পেরে নড়েচড়ে বসেছে প্রতিরক্ষামন্ত্রক। সড়কপথ এবং জলপথ সবদিক থেকেই সুরক্ষা ব্যবস্থা উন্নত করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সন্ত্রাস দমনে ভারত মার্কিন মুকুলের মডেল অনুসরণ করুক, সুর চড়ালেন রাওয়াত
অন্যদিকে কাশ্মীরে ধৃত হিজবুল মুজাহিদিন জঙ্গিকে জেরা করে জানা গেছে নতুন দিল্লীতে বিস্ফোরণের ছক ছিল তাদের এছাড়া পাঞ্জাব ও চণ্ডীগড়েও নাশকতার পরিকল্পনা ছিল।