Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটে অধিনায়ক বিরাট কোহলি

নতুন বছরের প্রথম একদিনের ম্যাচে লজ্জাজনকভাবে হারে ভারত। ঠিক তার পরদিনই সেই ক্ষতে যেন কিছুটা প্রলেপ পড়ল। বুধবার সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি বর্ষসেরা একদিনের দল ঘোষণা করেছে। সেই দলে চার…

Avatar

নতুন বছরের প্রথম একদিনের ম্যাচে লজ্জাজনকভাবে হারে ভারত। ঠিক তার পরদিনই সেই ক্ষতে যেন কিছুটা প্রলেপ পড়ল। বুধবার সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি বর্ষসেরা একদিনের দল ঘোষণা করেছে। সেই দলে চার ভারতীয় ক্রিকেটার স্থান পেয়েছেন। বিরাট কোহলি অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। আসুন দেখে নেওয়া যাক আইসিসির সেরা ওডিআই দলে কে কে রয়েছেন।

গোড়াপত্তনের জন্য আইসিসি বছরের সেরা দলে ভারতের রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে রেখেছেন। রোহিত ২০১৯ সালে একদিনের ক্রিকেটে সাতটি সেঞ্চুরি করেছেন তার মধ্যে পাঁচটি সেঞ্চুরি বিশ্বকাপের মঞ্চে রয়েছে। অপরদিকে শাই হোপ ৭৫ টি একদিনের ম্যাচে প্রায় ৫১ গড় সহ আটটি সেঞ্চুরি করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ২০১৯ ওয়ানডে ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ রোহিত শর্মা, বিরাট কোহলি জিতেছেন ‘স্পিরিট অফ ক্রিকেট’ পুরস্কার

মিডল অর্ডারের জন্য আইসিসি ভারত অধিনায়ক বিরাট কোহলি, পাকিস্তানের বাবর আজম এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে রেখেছেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে রয়েছেন জস বাটলার। দলে একমাত্র অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের কান্ডারি বেন স্টোকস। বোলারদের তালিকায় রয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদব এবং মহম্মদ শামি। এছাড়া রয়েছে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

আইসিসির বর্ষসেরা একদিনের দল

রোহিত শর্মা, শাই হোপ, বিরাট কোহলি(অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার(উইকেটরক্ষক), কুলদীপ যাদব, মহম্মদ শামি, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক।

About Author