Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দু’দিন ধর্মঘটের ডাক ব্যাংক সংগঠনগুলির, বন্ধ থাকবে এটিএম-ও

আবারও একবার ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক সংগঠনগুলি। নির্দিষ্ট দাবি পূরণ না হওয়ায় ধর্মঘটের পথকেই বেছে নিয়েছে ব্যাংক অফিসারদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ। অল ইন্ডিয়া অফিসার কনফেডারেশনের তরফে এই ধর্মঘটের…

Avatar

আবারও একবার ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক সংগঠনগুলি। নির্দিষ্ট দাবি পূরণ না হওয়ায় ধর্মঘটের পথকেই বেছে নিয়েছে ব্যাংক অফিসারদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ। অল ইন্ডিয়া অফিসার কনফেডারেশনের তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী ৩১ শে জানুয়ারি ও ১ লা ফেব্রুয়ারি ঐই ধর্মঘটে সামিল হবেন ব্যাংক কর্মীরা। একই সঙ্গে বন্ধ থাকবে এটিএম-ও। এর ফলে সমস্যায় পড়তে পারে অগণিত সাধারণ মানুষ।

তবে সেক্ষেত্রে ব্যাংক কর্মচারীদের কিছু করার নেই বলেই জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এর জন্য তারা দুঃখিত বলে জানিয়ে সংগঠনের দাবি পূরণের বিষয়টিকে সামনে এনেছে তারা। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে, এর আগেও এ রকম অনেক কর্মসূচি নেওয়া হয়েছে কিন্তু সরকার ভ্রুক্ষেপ করেনি। দাবিপূরণের আশ্বাস দিয়েও তা পূরণ না করায় ক্ষোভ ব্যাংক কর্মীদের সংগঠনের অন্দরে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ভারতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

রাষ্ট্রায়ত্ব ব্যাংক কর্মচারীদের সংগঠনের তরফে মোট ছয় দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হল – বেতন কাঠামোর পুনর্গঠন, সাপ্তাহিক ৫ দিন কাজ, ব্যাংক সংযোজন, ঋণখেলাপিদের দ্রুত টাকা আদায়। তবে গতবারের ধর্মঘটের ফলে বেতন কাঠামোয় ১২% বেতন বৃদ্ধি করেছে সরকার। কিন্তু সংগঠন সূত্রের খবর, ১২% বেতন বৃদ্ধিতে খুশি নন কর্মীরা। তাদের দাবি, বেতন কাঠামোয় পরিবর্তন এনে ১৫% বেতন বৃদ্ধি করতে হবে।

প্রায় ৯০% কর্মচারী এই ধর্মঘটে সামিল হবে বলে খবর। যার ফলে, জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে এই ধর্মঘটে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। এটিএম বন্ধ থাকলে চরম হয়রানির শিকার হতে হবে তাদের। তবে দাবি আদায় না হলে ১ লা এপ্রিল বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে ব্যাংক সংগঠনগুলো।

About Author
news-solid আরও পড়ুন