প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। নির্দিষ্ট পঞ্চাশ ওভার শেষের আগেই অল-আউট হয়ে যায় ভারত। শক্তিশালী অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপের সামনে পাঁচ বল বাকি থাকতে থাকতেই ভারতের সকল ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফেরেন।
মিচেল স্টার্কের প্রথম ওভারে দুটি চার মেরে ভালো শুরু করেন রোহিত শর্মা। কিন্তু পঞ্চম ওভারে স্টাকের বল মিড-কনের উপর দিয়ে মারতে গিয়ে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর ধাওয়ান-রাহুল জুটি দারুন ভাবে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিলেন। ১২১ রানের পার্টনারশিপ করার পর ব্যক্তিগত ৪৭ রানের মাথায় অ্যাশ্টন আগরের বলে স্টিভ স্মিথ এর হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। তার কিছু সময় পরেই ৭৪ রান করে ধাওয়ান ফিরে যান।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : নিউজিল্যান্ড সফরে ভারতীয় টি-টোয়েন্টি দল ঘোষনা, সহঅধিনায়ক হিসেবে দলে এলেন এই তাবড় ক্রিকেটার
বিরাট কোহলি অ্যাডাম জাম্পাকে একটি ছয় মেরে পরবর্তী বলে তারই হাতে ক্যাচ দিয়ে ১৬ রান করে ডাগ-আউটে ফেরেন। এরপর জাদেজা ও রিষভ পন্ত সামান্য প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৯.১ ওভারে ভারত ২৫৫ রানে অলআউট হয়ে যায়। মিচেল স্টার্ক তিনটি, প্যাট কামিন্স রিচার্ডসন দুটি করে এবং দুই স্পিনার আগর ও জাম্পা একটি করে উইকেট দখল করেছেন।