Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সমুদ্রসৈকতে প্রেমের জোয়ারে ভাসলেন হার্দিক-নাতাশা

কৌশিক পোল্ল্যে: নতুন বছরে তাদের সারপ্রাইজ এনগেজমেন্টে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। এই যুগলকে নিয়ে কম ট্রোল করেননি নেটিজেনরা। তবুও শুভসূচনায় সকলে শুভেচ্ছা জানিয়েছেন উভয়কেই। কোনোরকম ট্রোল বা মিমের তোয়াক্কা না করেই…

Avatar

কৌশিক পোল্ল্যে: নতুন বছরে তাদের সারপ্রাইজ এনগেজমেন্টে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। এই যুগলকে নিয়ে কম ট্রোল করেননি নেটিজেনরা। তবুও শুভসূচনায় সকলে শুভেচ্ছা জানিয়েছেন উভয়কেই। কোনোরকম ট্রোল বা মিমের তোয়াক্কা না করেই লাভ বার্ডস হার্দিক ও নাতাশা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন মনোরম জায়গায়।

সম্প্রতি এই হট কাপলের একটি ছবি ভাইরাল হয়। সমুদ্রসৈকতে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে রয়েছেন তারা। একে অপরের সান্নিধ্যে তাদের যুগলবন্দীতে সকলেই বলছেন ‘মেইড ফর ইচ আদার’। এই রোমান্টিক ছবিটি ট্রোলড নয় বরং প্রসংশিতই হচ্ছে সোশালে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বাঙালি অভিনেত্রীর হট ছবি, উত্তাল নেট দুনিয়া

ভারতীয় অলরাউন্ডার ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও টেলি অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের প্রেম যে জমে ক্ষীর, সে কথা বলার অপেক্ষা রাখে না। এই যুগলের রোমান্টিক ছবিটি একঝলক দেখে নিন।

About Author