Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বালির বস্তা ঝুলিয়ে তিহারে ফাঁসির দড়ি পরীক্ষা, ২২ জানুয়ারির প্রস্তুতি তুঙ্গে জেল কতৃপক্ষের

আগামী ২২ জানুয়ারি তিহার জেলে ফাঁসি হবে নির্ভয়ার চার অপরাধীর। গত সপ্তাহেই দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের তরফে রায় দেওয়া হয়েছে এই বিষয়ে। রবিবার সেই ফাঁসিরই মহড়া হয়ে গেলো দিল্লির তিহার…

Avatar

আগামী ২২ জানুয়ারি তিহার জেলে ফাঁসি হবে নির্ভয়ার চার অপরাধীর। গত সপ্তাহেই দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের তরফে রায় দেওয়া হয়েছে এই বিষয়ে। রবিবার সেই ফাঁসিরই মহড়া হয়ে গেলো দিল্লির তিহার জেলে। তিহার জেলের ইতিহাসে এটিই প্রথম বার, যখন একই সাথে চার আসামিকে ফাঁসি দেওয়া হবে। রবিবার তিহার জেলের কর্মকর্তারা গত মাসে তারা যে নতুন দড়ি কিনেছিল ফাঁসির জন্যে সেগুলি পরীক্ষা করে দেখা হলো।

বালির বস্তা ঝুলিয়ে পরীক্ষা করা হলো ফাঁসির দড়ি গুলির। অভিযুক্ত চারজনের ওজনের উপর ভিত্তি করে এই বালির বস্তা গুলি প্রস্তুত করা হয়। দিল্লির তিহার জেলে একবারে মাত্র দু’জনকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল এতদিন, এখন সেখানে একই সাথে চারটি ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের আদেশের পরে ২২ জানুয়ারী নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত চার আসামিকে ফাঁসি দেওয়ার প্রস্তুতির অংশ হিসাবে জেল কতৃপক্ষ কিছুদিন আগে এই পরিবর্তন করেন বলে জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বাংলায় মমতাকে ছাড়াই প্রধানমন্ত্রীর বড়সড় ঘোষণা, বিক্ষোভ বিরধীদের

মুকেশ সিং, পবন কুমার গুপ্তা, অক্ষয় ঠাকুর এবং বিনয় শর্মা, নির্ভয়া মামলায় এই চার অভিযুক্তের মৃত্যুদণ্ড দিল্লি পাতিয়ালা হাউস কোর্ট গত ২২ জানুয়ারী কার্যকর করেছিল। অভিযুক্তদের ফাঁসি হবে তিহার জেলের ৩ নম্বর কারাগারের অভ্যন্তরে। উঠোন অবস্থিত। তিহরের অভ্যন্তরে দুটি পৃথক কারাগারে বন্দি এই চারজনকে সম্ভবত ৩ নং কারাগারে স্থানান্তরিত করা হবে যেখানে ২২ জানুয়ারি তাদের ফাঁসি দেওয়া হবে বলে জানিয়েছে জেল কতৃপক্ষ।

চার আসামিকে বর্তমানে কারাগার নম্বর ২ এবং ৪ এ রাখা আছে। ১৪ ই জানুয়ারী সুপ্রিম কোর্টের রায় অনুসারে দু’জনের আপত্তিজনক আবেদনের শুনানি হবে, তাদের তিন নম্বর কারাগারে স্থানান্তর করা হবে। জেল কতৃপক্ষ আরও বলেছেন, যে সুপ্রিম কোর্টের রায়ের পরে দোষীদের ফাঁসি কার্যকর করার আগে তাদের শেষবারের মতো তাদের পরিবারের সাথে দেখা করতে দেওয়া হবে

About Author