Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আবারো ভাইরাল হট ছবি, গোলাপী পোশাকে কিয়ারা যেন সাক্ষাত পরী

কৌশিক পোল্ল্যে: কবীর সিং এর আদর্শ প্রেমিকা প্রীতি সিং এখন নেটদুনিয়ায় বহুল চর্চিত ও জনপ্রিয় একটি চরিত্র। এই চরিত্রে রূপদান করে রাতারাতি স্টার হয়ে উঠেছেন অভিনেত্রী কিয়ারা আডবানি। আরও পড়ুন…

Avatar

কৌশিক পোল্ল্যে: কবীর সিং এর আদর্শ প্রেমিকা প্রীতি সিং এখন নেটদুনিয়ায় বহুল চর্চিত ও জনপ্রিয় একটি চরিত্র। এই চরিত্রে রূপদান করে রাতারাতি স্টার হয়ে উঠেছেন অভিনেত্রী কিয়ারা আডবানি।

আরও পড়ুন : সুইমিং পুলে কালো বিকিনিতে কিয়ারা আডবানির এই হট লুক দেখলে চমকে যাবেন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘গুড নিউজ’ মুভিতেও তার কাজ সমানভাবে সমাদৃত হয়েছে দর্শকমনে। পরপর ছবির সাফল্যের জেরে পরিচালকদের প্রথম পছন্দ হয়ে উঠছেন কিয়ারা। আসছে একের পর এক নতুন ছবি ও অ্যাডশ্যুটের অফার।

সম্প্রতি ‘পিঙ্কভিলা’ থেকে কিয়ারার একটি ছবি সোশালে প্রকাশ্যে আসে। লাইট পিঙ্ক কালারের সুন্দর পোশাকে কিয়ারা যেন স্বর্গের কোনো পরীর থেকে কম সুন্দরী নন। কমেন্টের সেশনে ভক্তদের উচ্ছাস থেকেই কিয়ারার বর্তমান জনপ্রিয়তা আঁচ করা যাচ্ছে সহজেই।

আরও পড়ুন : প্রেমের জোয়ারে ভাসলেন মধুমিতা মৈত্র, নতুন চমক আসছে শীঘ্রই

বহুদিন পর বেশ ইউনিক লুকের কোনো অভিনেত্রী বলিউডে পা রেখেছেন এমনটাই বক্তব্য নেটিজেনদের। অতএব একথা বললে কিছুমাত্র ভুল হয় না যে কিয়ারার মাধ্যমেই বলিউডে একটি নতুন মুখ ও নতুন প্রতিভার অনুপ্রবেশ ঘটেছে। সদ্য পোস্ট হওয়া সুন্দর ছবিটি একঝলক দেখে নিন।

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla) on

About Author