Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেমের জোয়ারে ভাসলেন মধুমিতা, নতুন চমক আসছে শীঘ্রই

কৌশিক পোল্ল্যে: সিরিয়ালের যাত্রা শেষ করে সদ্যই বড় পর্দার কাজে পা রাখলেন ছোটপর্দার ‘কেয়ার করি না’, ‘কুসুম দোলা’ প্রভৃতি সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয়কারী মধুমিতা মৈত্র। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা…

Avatar

কৌশিক পোল্ল্যে: সিরিয়ালের যাত্রা শেষ করে সদ্যই বড় পর্দার কাজে পা রাখলেন ছোটপর্দার ‘কেয়ার করি না’, ‘কুসুম দোলা’ প্রভৃতি সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয়কারী মধুমিতা মৈত্র। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান যশ দাশগুপ্তের বিপরীতে ‘বোঝে না সে বোঝেনা’ সিরিয়ালের জন্য।

আরও পড়ুন : সুইমিং পুলে কালো বিকিনিতে কিয়ারা আডবানির এই হট লুক দেখলে চমকে যাবেন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শুধু ছোটপর্দায় অভিনয় করেই অর্জন ফেলেছেন প্রচুর ভক্তদের ভালোবাসা। তার ভক্তদের সীমানা শুধু এদেশেই সীমাবদ্ধ নয়, পেরিয়েছে বাংলাদেশেরও গন্ডি।

বাংলা ছবিতে তার অভিষেক হতে চলেছে সুখ্যাত পরিচালক প্রতিম দাশুগুপ্তর হাত ধরে, ছবির নাম ‘লাভ আজ কাল পরশু’। ছবিতে মধুমিতার বিপরীতে দেখা যাবে অভিনেতা অর্জুন চক্রবর্তীকে।

আরও পড়ুন : গায়িকা নেহা কক্কর এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে, পাত্র কে? জেনে নিন

ভালোবাসার সময়কাল, পরিস্থিতি পরিবর্তন ইত্যাদির ওপর আলোকপাত করে নির্মিত এই ছবির কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে প্রযোজনা সংস্থা এসভিএফ থেকে এল নতুন খবর। ছবির একটি গান ‘শুনে নে’ আসছে আগামী পরশু অর্থাৎ 14 ই জানুয়ারি। মধুমিতা ও অর্জুনের নতুন রসায়ন চোখে পড়তে পারে এই গানে। ছবির টিজারটিও মুক্তি পাবে খুব শীঘ্রই।

About Author