Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গায়িকা নেহা কক্কর এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে, পাত্র কে? জেনে নিন

কৌশিক পোল্ল্যে: জনপ্রিয় গায়িকা নেহা কক্কর এবার বসতে পারেন বিয়ের পিঁড়িতে এমনই গুঞ্জন উঠেছে বলিপাড়ায়। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসে পাত্র কে? পাত্রও আপনাদের অতি পরিচিত; সংগীতশিল্পী উদিত নারায়নের পুত্র আদিত্য…

Avatar

কৌশিক পোল্ল্যে: জনপ্রিয় গায়িকা নেহা কক্কর এবার বসতে পারেন বিয়ের পিঁড়িতে এমনই গুঞ্জন উঠেছে বলিপাড়ায়।

এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসে পাত্র কে?
পাত্রও আপনাদের অতি পরিচিত; সংগীতশিল্পী উদিত নারায়নের পুত্র আদিত্য নারায়ন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ফুরফুরে মেজাজে কৌশানি, পোস্ট করলেন এই ছবি

ইন্ডিয়ান আইডলের এবারের সিজনে বিচারকের আসন অলঙ্কৃত করেন নেহা কক্কর। সিজনটি বেশ জনপ্রিয়ও হয় বেশ কিছু কারনে। নেহাকে আপত্তিকর ভাবে স্পর্শ করা এক প্রতিযোগীর কীর্তিকলাপ শো কে বাড়তি লাইমলাইট এনে দেয় আবার শো এর আর এক বিচারক অনু মালিকের নামের সঙ্গে নারী নির্যাতন ও মিটু আন্দোলনের আরোপ লাগায় বহু বিতর্কের সম্মুখীন হয় এই শো।

উল্লেখ্য এই শো-এই উদিত নারায়নের সঙ্গে মজাচ্ছলে নেহার সঙ্গে আদিত্যর বিয়ের কথা ওঠে এবং জানা যায় আদিত্য ও নেহার ঘনিষ্ঠতাও বেড়েছে ইদানিংকালে।

আরও পড়ুন : উর্বশীর এই সেক্সি ক্যাটওয়াক দেখলে চোখ ফেরাতে পারবেন না (ভিডিও)

হিমাংশ কোহলির সাথে ব্রেক-আপের পর নেহার জীবনে প্রবেশ করছেন আদিত্য। এই জুটির বিয়ের দিনক্ষন এখনই কিছু স্পষ্ট হয়নি তবে বিয়ের প্রজাপতি বেশ উড়ছে।

About Author