Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গত মাসে সংসদে পাস হয়েছিল, এবার কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯

অরূপ মাহাত: ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১২ শুক্রবার কার্যকর হয়েছে। গেজেট বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে অমুসলিম শরণার্থীদের ভারতীয়…

Avatar

অরূপ মাহাত: ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১২ শুক্রবার কার্যকর হয়েছে। গেজেট বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে সেই আইনটি ১০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

আরও পড়ুন : শহরে পা রাখবেন প্রধানমন্ত্রী, রয়েছে বিশেষ কর্মসূচি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ (২০১৯ এর ৪৭) এর ধারা ১ এর উপ-ধারা (২) দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে, কেন্দ্রীয় সরকার ২০২০ সালের জানুয়ারীর ১০ তারিখ হিসাবে নিয়োগ করেছে। যার ভিত্তিতে উল্লিখিত আইনের বিধান কার্যকর হবে।’ গত বছরের ১১ ডিসেম্বর সংসদে পাস হয়েছিল এই আইনটি।

যদিও বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, এই আইনটি বৈষম্যমূলক এবং সংবিধানের ১৪ অনুচ্ছেদের লঙ্ঘন করেছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকটি জায়গায় উল্লেখ করেছেন যে, এই আইন কেবলমাত্র উপরে বর্ণিত তিনটি দেশে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া ছয় সম্প্রদায়ের আশ্রয় দেবে।

আরও পড়ুন : ফের গণধর্ষণ হায়দ্রাবাদে, অভিযুক্তর মধ্যে একজন নাবালক

এই আইন নিয়ে সারা দেশজুড়ে বিক্ষোভের মধ্যে, স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এই আইনে সরকার এক ইঞ্চিও পিছিয়ে যাবে না। সরকার বলে আসছে যে তিনটি দেশের সংখ্যালঘু গোষ্ঠীর সেখানে ধর্মীয় নিপীড়নের মুখোমুখি হওয়ার পরে ভারতে আসার বিকল্প নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এখনও এই আইনটির জন্য কোনও বিধি তৈরি করতে পারেনি।

About Author