কৌশিক পোল্ল্যে: পদ্মাবতের পর ছপাকের রিলিজ নিয়েও কম বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। JNU ঘটনার পর সেখানে দীপিকার আগমনের সূত্র ধরেই যজ্ঞে আগুন জ্বলে ওঠে।
অনেকে তার এই সিদ্ধান্তকে সমর্থন করলেও গেরুয়া বাহিনীর রোষের মুখে পড়তে হয় দীপিকাকে, তার ছবিকে বয়কট করার অঙ্গীকারে নেমে পড়েন অনেকেই, সোশালে এই নিয়েও কম লেখালেখি ও তর্কবিতর্ক হয়নি। অনেকের মতে লক্ষী আগরওয়ালের জীবনী অনুযায়ী তাকে অ্যাসিডাক্রান্ত করেন একজন মুসলিম ব্যক্তি কিন্তু সিনেমায় সেই চরিত্রকে একটি হিন্দু নামের রূপদান করাতেও চটেছেন অনেকেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : উর্বশীর এই সেক্সি ক্যাটওয়াক দেখলে চোখ ফেরাতে পারবেন না (ভিডিও)
দীপিকার শুভাকাঙ্খীরা অবশ্য চিরকালের মতোই তার সিদ্ধান্তকে সমর্থন করে তাকে সুপারহিরো আখ্যা দিচ্ছেন। এসবের মধ্যেই ধোপে টিকল না বয়কটের আন্দোলন। গতকাল স্পেশাল স্ক্রিনিংয়ে সেলিব্রিটি সহ সাংবাদিক, সমালোচক সকলেই এলেন ছবি দেখতে। দীপিকাও হাসিমুখে এলেন রনবীরের হাত ধরে, প্রকাশ্যে রনবীরকে চুম্বন করতেই ছবি দেখার পারদ দ্বিগুন হয়ে যায়।
ছবি দেখার পর অবশ্য সকলেই দীপিকার অভিনয়ে মুগ্ধ হয়ে তার জয়জয়কার করতে থাকেন। রনবীর ও দীপিকার বিশেষ মুহূর্তের সেই ছবিটি একবার দেখে নিন।