ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ২০২০ সংস্করণের এখনও কয়েক মাস বাকি। সবেমাত্র নিলাম হয়েছে এবং লীগের জন্য মঞ্চ তৈরি হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালীন সময়ে ভারতীয় পরিবারের একটি নিত্য অংশ হয়ে উঠেছে আইপিএল। ২০২০ সংস্করণের তারিখ প্রকাশিত হয়েছে কয়েক দিন আগে। ২৯ শে মার্চ থেকে পরবর্তী সংস্করণ শুরু হচ্ছে এবং মুম্বইয়ে ২৪ শে মে ফাইনাল অনুষ্ঠিত হবে, কারণ মুম্বই ইন্ডিয়ান্স পূর্বতন চ্যাম্পিয়ন।
এই সংস্করণে অনেকগুলি পরিবর্তন হতে চলেছে। প্রথমত এই মরসুমের কোনো একটি দিনে দুটি ম্যাচ থাকবেনা। একদিনে দুটো ম্যাচ হলে ব্রডকাস্টারদের যেমন সমস্যা হয় তেমনি ফ্র্যাঞ্চাইজিগুলিকেও বিকেলের খেলাতে স্টেডিয়ামে দর্শক ভরাতে সমস্যা হয়। দর্শকরাও বিকেলের খেলাগুলি বাদ দিয়ে একটিতে মনোনিবেশ করে থাকেন কারন ঐ একই দিনে আরোও একটি খেলা থাকে রাত্রিতে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : বছরের শুরুতেই ভাঙল রোহিতের রেকর্ড, ভাঙলেন এই ভারতীয় তারকা
দ্বিতীয়ত টুর্নামেন্টের দিন সংখ্যা ৪৫ থেকে বেড়ে ৫৭ হচ্ছে। যেহেতু এবার একদিনের দুটি ম্যাচ থাকছে না তাই আইপিএলের সময়সীমা প্রলম্বিত হচ্ছে। মরশুমের শুরু ও ফাইনাল ম্যাচের দিন ও স্থান ঠিক হলেও সংস্করণের পুরো তালিকা এখনও প্রস্তুত হয়নি।
তৃতীয়ত এই সংস্করণে ম্যাচগুলো রাত্রি ৮ টার পরিবর্তে সন্ধ্যে ৭:৩০ এ শুরু করার ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে। কারণ মেট্রো শহরগুলোতে প্রচুর ট্রাফিক সমস্যা হয় এবং পুরো পরিবারের সাথে ম্যাচ দেখতে আসা দর্শকদের বাড়ি ফিরতে সমস্যায় পড়েন।