বুধবার বামেদের ডাকা বন্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষের, ভয়ংকর পরিবেশের ছবি দেখা যায়। এদিন ধর্মঘটে মালদহের কালিয়াচকে সুজাপুর এর উত্তপ্ত ছবি দেখা গেল সকাল থেকেই। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, বোমাবাজি, পুলিশের সঙ্গে সংঘর্ষ যার ফলে ধর্মঘটের সমর্থকদের উদ্দেশ্যে পুলিশের শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানো, এসব ঘটনায় থমথমে পরিবেশ কালিয়াচকে।
তবে এর মাঝেই একটি ভিডিও কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সেই ভিডিওটিতে দেখা যায় কয়েকজন পুলিশকর্মী লাঠি, লোহার রড দিয়ে গাড়ি ভাঙচুর করছে। পুলিশকর্মী গাড়ির বিভিন্ন অংশ ভেঙে দেওয়ার এই আচরণে প্রশাসনের দায়িত্ব নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : যাদবপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, আটক CPIM-র এই হেবিওয়েট নেতা
ভিডিওটি প্রকাশ্যে আসার পর সিপিএম নেতা মহম্মদ সেলিম এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করে বলেছেন চারিদিকে যে অশান্তির আবহ সৃষ্টি হচ্ছে তা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনাতেই হচ্ছে। কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও এই ঘটনার তীব্র নিন্দা করে জানান পুলিশের এই গুন্ডামি আসলে মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ।