কৌশিক পোল্ল্যে: বলিউডের খিলাড়ি সব কাজেতেই সমান পারদর্শী সে কথা কারোর অজানা নয়। তবে এবার তিনি স্নেহের পরশে হাত বোলাচ্ছেন তাও খোদ নবাবপত্নী করিনা কাপুর খানের পেটে। কেন? আসুন জেনে নিই।
সম্প্রতি রিলিজ করেছে করিনা কাপুর, অক্ষয় কুমার, কিয়ারা আডবানি, দিলজিৎ দোসান্ত অভিনীত মাল্টিস্টারার ছবি ‘গুড নিউজ’। ছবি নিয়ে বক্সঅফিসের রিভিউ বেশ ভালোর দিকেই এগোচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দুবাইয়ের সি বিচে সাদা পোশাকে আগুন ধরালেন মৌনি রায়
ছবি প্রমোট করার পরেও ক্ষান্ত হননি ছবির সেলেবরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করলেন করিনা যেখানে তিনি গর্ভবতী অবস্থায় বসে রয়েছেন এবং তার পাশে থাকা অক্ষয় কুমার তার পেটে হাত বোলাচ্ছেন। ছবিটি ‘গুড নিউজ’ সিনেমার সঙ্গে তাৎপর্যপূর্ন।
প্রসূতি মা ও গর্ভবতী অবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই ছবিতে। প্রেক্ষাগৃহে সগৌরবে চলা এই মুভি দেখতে আসতে পারেন আপনিও।
View this post on Instagram