বুধবার দেশজুড়ে বামেদের ডাকা বন্ধে কংগ্রেসের সমর্থন থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় এই বনকে সমর্থন করেননি এবং সিপিএমের এই বনধকে গুন্ডামি বলে আখ্যা দিয়েছেন। বুধবার দেশজুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি বনধের নামে জোর করে জেলায় জেলায় ধর্মঘট পালনের চেষ্টা করছে, চারিদিকে দোকানপাট বন্ধ করে দেওয়া, অটোচালক কে হুমকি দেওয়া, বাস ভাঙচুর চালানো এবং তাদের বাঁধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ এমনই ছবি দেখা যাচ্ছে রাজ্যজুড়ে।
এদিন ট্রেনের নিচে রাখা বোমার ঘটনাটিকে তাদের ভণ্ডামি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এদের কোন আদর্শ নেই, গুন্ডামিকেইই এরা প্রাধান্য দেয়। তাই ট্রেনের ননীচে বোমা রেখেছে সস্তায় পাবলিসিটি পাওয়ার জন্য। এদের থেকে বরং কেরালার সিপিএম উন্নত কারণ তাদের একটা আদর্শ আছে। সিপিএমকে নিশানা করে মুখ্যমন্ত্রী অনেক কিছু বললেও ভোট সমর্থন কে কেন্দ্র করে কংগ্রেসের উদ্দেশ্যে তিনি এখনো পর্যন্ত কিছু বলেননি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সরকারি কর্মীরা বনধে যোগদান করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, জানাল কেন্দ্র
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো জানান তিনি এনআরসি সিএএ বিরোধিতা করলেও কখনোই বনধকে সমর্থন করেন না আর এই গুন্ডামি কে তো একদমই না। তিনিও ২৬ দিন অনশনে ছিলেন কিন্তু তার আন্দোলন চলাকালীন তা অনেক শান্তি পূর্ণ ভাবে হয়েছিল, কোন বাস- ট্রেন ভাঙচুর করা হয়নি সে সময়।