Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুবাইয়ের সি বিচে সাদা পোশাকে আগুন ধরালেন মৌনি রায়

কৌশিক পোল্ল্যে: সোশাল প্ল্যাটফর্মে এনার ছবির কদর বরাবরই বেশি থাকে। ভিন্ন স্টাইলে নিজেকে সাজিয়ে তুলে ভক্তদের কখনই নিরাশ করেন না বঙ্গকন্যা মৌনি রায়। সবরকম লুকেই দর্শকদের মাতোয়ারা করে দেন বলিউডের…

Avatar

কৌশিক পোল্ল্যে: সোশাল প্ল্যাটফর্মে এনার ছবির কদর বরাবরই বেশি থাকে। ভিন্ন স্টাইলে নিজেকে সাজিয়ে তুলে ভক্তদের কখনই নিরাশ করেন না বঙ্গকন্যা মৌনি রায়। সবরকম লুকেই দর্শকদের মাতোয়ারা করে দেন বলিউডের নাগিন।

সম্প্রতি তিনি দুবাইয়ের নিক্কি সি বিচ থেকে দুটি ছবি শেয়ার করেন। সাদা পোশাকে দোলনায় পোজ দিতে ব্যস্ত মৌনির এই লুক মুহূর্তেই ভাইরাল হয়। প্রসঙ্গত উল্লেখ্য, নিজের পোশাক ও স্টাইল স্টেটমেন্ট নিয়ে সচেতন মৌনি প্রায়ই হয়ে ওঠেন বলিপাড়ার চর্চার বিষয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আলিয়াকে ভুল নামে ডাকলেন কাজল, মুহুর্তের মধ্যে ক্ষমাও চাইলেন

ইতিমধ্যেই ‘গোল্ড’, ‘কে জি এফ’ এর মতো ছবিতে নজর কেড়েছেন মৌনি। তার আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’ এর কাজ প্রায় শেষের পথে।

 

View this post on Instagram

 

The Classic I love you , Do you love me too ? #thepaintedskyandI #cozmomemtsbecomememories #OfSonnetsAndSunsets

A post shared by mon (@imouniroy) on

About Author