Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বছরের প্রথম চন্দ্রগ্রহণ, জানুন ভারতীয় সময়ে কখন দেখা যাবে

২০২০ এর প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১০ এবং ১১ জানুয়ারির মধ্যবর্তী সময়ে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১০টা ৩৭ মিনিট থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই চন্দ্রগ্রহণের মোট সময়কাল ৪…

Avatar

২০২০ এর প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১০ এবং ১১ জানুয়ারির মধ্যবর্তী সময়ে। ভারতীয় সময় অনুযায়ী রাত ১০টা ৩৭ মিনিট থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই চন্দ্রগ্রহণের মোট সময়কাল ৪ ঘন্টা ৫ মিনিট। ১০ই জানুয়ারির এই গ্রহণকে উল্ফ মুন গ্রহণও বলা হচ্ছে। এটি এই বছর প্রত্যাশিত চারটি পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণের মধ্যে প্রথমটি হতে চলেছে।

পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ কী:

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ পুরোপুরি একই সমান্তরালে থাকে না তখনই পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ হয়। পৃথিবী সূর্যের আলোর কিছু অংশকে চাঁদের পৃষ্ঠে পৌঁছতে বাধা দেয় এবং এর ফলে চাঁদের বাইরের কিছু অংশ দেখা যায় না।

আরও পড়ুন : আজই রেকর্ড দাম ছুলো সোনা, মধ্যবিত্তদের নাগালের বাইরে

সময় এবং ভারতে দৃশ্যমানতা:

টাইমএন্ডডেট ডটকম-এ প্রাপ্ত তথ্যানুযায়ী, ১০ই জানুয়ারির চন্দ্রগ্রহণ ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকার অনেকাংশ, এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার পূর্ব, প্রশান্ত মহাসাগরীয়, আটলান্টিক, ভারত মহাসাগর এবং আর্কিটগুলিতে দৃশ্যমান হবে। ভাগ্যক্রমে, ভারতে বসবাসকারী লোকেরা ২০২০ সালের প্রথম চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করতে সক্ষম হবে। ভারতে এই পেনুম্ব্রালগ্রহণ শুরু হবে ১০ই জানুয়ারী রাত ১০.৩৭ এ, সর্বাধিক গ্রহণ দেখা যাবে ১১ই জানুয়ারী রাত ১২.৪০ মিনিটে এবং গ্রহণের সমাপ্তি হবে ১১ই জানুয়ারি রাত ২.৪২ মিনিটে।

About Author