গুজরাত : গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানী ৩ই জানুয়ারী আহমেদাবাদের উপকণ্ঠে বৈষ্ণদেবী সার্কেলের নিকটে সর্দারধাম ইনস্টিটিউট কমপ্লেক্স প্রাঙ্গণে সরদার বল্লভভাই প্যাটেলের একটি ৫০ ফুটের উঁচু একটি মূর্তি উন্মোচন করেছেন। এটি ১৮২ মিটার লম্বা স্ট্যাচু অফ ইউনিটির প্রতিরূপ। যেটি এই মুহুর্তে পৃথিবীর সর্বোচ্চ মূর্তি। সর্দারধাম ম্যানেজমেন্টের মতে, সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই মূর্তিটি স্ট্যাচু অফ ইউনিটির পরে তাঁর দ্বিতীয় উচ্চতম মূর্তি।
আরও পড়ুন : ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট, ঘোষণা করল নির্বাচন কমিশনগত ৩ই জানুয়ারি গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এই মূর্তিটির উম্মোচন করেন। ১৭,০০০ কিলো ওজনের ব্রোঞ্জের মূর্তিটি বিখ্যাত ভাস্কর রাম সুতার তৈরি করেছেন। এই রাম সুতারই বিখ্যাত স্ট্যাচু অফ ইউনিটি এর মূর্তিটিও তৈরি করেছিলেন। মূর্তিটি উন্মোচনে এসে বিজয় রূপানী বলেন, স্বাধীনতার সময় দেশকে একত্রিত করার ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান অনস্বীকার্য। তাঁর এই মূর্তিটি তাঁর সম্পর্কে সমাজকে অনুপ্রেরণা যোগাবে।