Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঠোঁটে লাল লিপস্টিক, ক্যামেরার সামনেই চুম্বন নিক-প্রিয়াংকার, নিমেষেই ভাইরাল ভিডিও

আরও একবার বেশ রোমান্টিক মেজাজে দেখা গেলো নিক-প্রিয়াঙ্কা জুটিকে। রবিবার ৭৭ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবং গায়ক নিক জোনাস একসঙ্গে তাদের সবচেয়ে সুন্দর মূহুর্ত কাটালেন। ক্যামেরার…

Avatar

আরও একবার বেশ রোমান্টিক মেজাজে দেখা গেলো নিক-প্রিয়াঙ্কা জুটিকে। রবিবার ৭৭ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবং গায়ক নিক জোনাস একসঙ্গে তাদের সবচেয়ে সুন্দর মূহুর্ত কাটালেন। ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করলেন তারা।

মূল অনুষ্ঠান শুরুর আগে রেড কার্পেটে হাঁটার সময় সাক্ষাৎকার গ্রহণকারীরা তাদের অনুরোধ করেন ক্যামেরার সামনে চুম্বন করার জন্য। সেই মতো করলেনও তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
আরও পড়ুন : ‘সিনেমা করুন, নাহলে আত্মহত্যা করব’, শাহরুখকে হুমকি এক ভক্তের

চুম্বনের পর স্বামীর ঠোঁটে লাল লিপস্টিকের ছাপ রেখে দেন প্রিয়াঙ্কা। পরে সেটি মোছারও চেষ্টা করেন কিন্তু দাগ না ওঠায় তিনি বলেন ব্যাকস্টেজে ঠিক করে দেবেন।

অনুষ্ঠানে তাদের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়। অ্যাওয়ার্ড উপস্থাপন করতে গিয়ে স্ত্রীকে অসাধারণ সুন্দর লাগছে বলেও তকমা দেন নিক। গোটা অনুষ্ঠানে রোমান্টিক মেজাজেই ক্যামেরায় ধরা পরেছেন তারা। এই অনুষ্ঠানের কয়েকটি মুহুর্ত ইনস্টাগ্রামে পোস্টও করেছেন এই অভিনেত্রী।

 
View this post on Instagram
 

Reposted from @wetpriya (@get_regrann) – The energy this two has??, I CANT BREATHE!!!!! • #priyankachopra #nickjonas #kiss

A post shared by Priyanka Chopra (@priyankachopra_pcj) on

About Author