Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কংগ্রেস নয়, মোদী সরকারের আমল থেকেই ভারতের আমূল পরিবর্তন

ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা শনিবার বলেছেন মোদী সরকারের আমলে ভারতের আমূল পরিবর্তন হয়েছে। শনিবার একটি সভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন, 'কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সেনাবাহিনীর…

Avatar

ভারতীয় জনতা পার্টির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা শনিবার বলেছেন মোদী সরকারের আমলে ভারতের আমূল পরিবর্তন হয়েছে। শনিবার একটি সভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন, ‘কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সেনাবাহিনীর জন্য কিছুই করেনি। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রতিরক্ষা বাহিনীর জন্য এক টুকরোও সরঞ্জাম কেনা হয়নি।’

জেপি নাড্ডা বলেছেন, ‘নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসার পর সেনাবাহিনীর জন্যে রাফাল বিমান, অ্যাপাচি হেলিকপ্টার, সাতটি সাবমেরিন এবং ১.৮৬ লক্ষ বুলেট প্রুফ জ্যাকেট কেনা হয়েছে।’ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেছেন, ‘কংগ্রেস নেতারা সিএএ সম্পর্কে অজ্ঞ এবং তারা জাতীয়তাবাদ নয় রাজনীতি দ্বারা পরিচালিত। এ কারণেই তারা এর বিরোধিতা করছে।’ তিনি আরও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে সিএএ নিয়ে দশ লাইন বলার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বিধায়ক খুনের পুনরায় তদন্তের নির্দেশ, হেভিওয়েট বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

জেপি নাড্ডা আরও বলেছেন, ‘নাগরিকত্ব আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং নাগরিকত্ব দেওয়ার জন্যে।’ বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেছেন, ‘বিরোধীরা কেবল ভোট ব্যাঙ্ক নিয়েই চিন্তা করছে, দেশ তাদের কাছে অগ্রাধিকার পায়না। কিন্তু বিজেপি জাতিকে সর্বদা অগ্রাধিকার দেয়।’ তিনি অবশ্য পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা নির্যাতিত ধর্মীয় সম্প্রদায়ের তালিকায় মুসলিমদের অন্তর্ভুক্তি না দেওয়াকে যুক্তি দিয়ে বলেছেন যে, যেহেতু ইসলামী দেশগুলিতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তাই তাদের ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার সম্ভাবনা কম।

About Author