ভারত বার্তা ডেস্ক : অবশেষে ভারতে লঞ্চ হল PUBG Mobile-এর হালকা ভার্সন PUBG Mobile Lite। গুগল প্লে স্টোর থেকে গ্রাহকরা PUBG Mobile Lite ডাউনলোড করে খেলতে পারবেন। ফোনে পাবজি খেলার সময়ে বার বার ফোন হ্যাং হয়ে যায়? কম স্পেসিফিকেশন বা পুরানো ফোনে পাবজি খেলার সময়ে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। সেই বিষয়টি মাথায় রেখেই কম মেমোরির স্মার্টফোনের জন্য এল PUBG Mobile Lite। এই গেমের লাইট ভার্সনটি লঞ্চ করেছে Tencent Games।
এর মূল উদেশ্য হল যাতে গেমাররা যেখানে, সেখানে যে কোনও ডিভাইসে খেলতে পারে এই গেম। PUBG Mobile Lite এর সাইজ 400 MB। যে সব স্মার্টফোনে 2GB বার তার থেকেও কম RAM রয়েছে সেই সব ফোনের জন্য বিশেষভাবে এই গেম ডিজাইন করেছে চিনের কোময়ানিটি। ফলে কোনরকম হ্যাং ছাড়াই সহজে এই গেম খেলা যাবে। Tencent Games জানিয়েছে, পাবজি মোবাইলের সঙ্গে এই লাইট ভার্সানের কোনও গেমপ্লে-এর পার্থক্য নেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে, গ্রাফিক্সের ব্যবহারে কিছুটা বদল আনা হয়েছে। পাশাপাশি পাবজি মোবাইল লাইট এ মাত্র 60 জন প্লেয়ার খেলতে পারবে। পাবজি মোবাইলের মতো ১০০টি প্লেয়ার থাকে না। PUBG Mobile Lite গেমে থাকছে তুলনামুলক ছোট ম্যাপ। মানে লাইট ভার্সনে ম্যাচ হবে রুদ্ধশ্বাস ম্যাচ আর শেষ হতে সময় লাগবে ১০ মিনিট। দুটি গেম মোড থাকছে পাবজি মোবাইল লাইটে। ক্লাসিক ও আর্কেড। মোড-প্রতি একটি করে ম্যাপ। কেবলমাত্র এশিয়া ও দক্ষিণ আমেরিকার সার্ভার অপশান থাকবে এই ভার্সানে।
WhatsApp থেকে ম্যাসেজ ডিলিট, আর চিন্তা নেই, এই ভাবে ফিরিয়ে আনতে পারবেন ডিলিট ম্যাসেজ!