Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সিএএ নিয়ে নতুন পদক্ষেপ গেরুয়া শিবিরের

নাগরিকত্ব সংশোধনী আইন সমর্থনের জন্য ভারতীয় জনতা পার্টি ৫ ই জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করবে। "ঘর ঘর অভিযান" নামের এই প্রকল্পে দলীয় সভাপতি অমিত শাহ সহ আরও…

Avatar

নাগরিকত্ব সংশোধনী আইন সমর্থনের জন্য ভারতীয় জনতা পার্টি ৫ ই জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করবে। “ঘর ঘর অভিযান” নামের এই প্রকল্পে দলীয় সভাপতি অমিত শাহ সহ আরও ৪২ জন বিজেপি নেতারা অংশগ্রহণ করবেন।

এটির জন্য একটি টোল-ফ্রি নম্বরও দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ যে সিএএ সমর্থন করছেন তা রেজিষ্ট্রেশন করতে পারে। এই প্রচারে বিভিন্ন জায়গায় দলের বিভিন্ন নেতারা দায়িত্বে আছেন। যেমন অমিত শাহ দিল্লীতে, জে পি নড্ডা গাজিয়াবাদে, রাজনাথ সিং তাঁর নির্বাচনী এলাকা লখনউয়ে, নীতিন গডকরি নাগপুরে, এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড় এবং নির্মলা সীতারমন থাকবেন বেঙ্গালুরু ও জয়পুরে। শুধু এনারাই নন রবিশঙ্কর প্রসাদ, স্মৃতি ইরানি, পীযূষ গোয়েল, রমেশ পোখরিয়াল এবং ধর্মেন্দ্র প্রধানসহ অন্যান্য শীর্ষ নেতারাও এই প্রচারে অংশ নেবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘হিন্দুস্তান তেরে টুকরে করেঙ্গে’ এরকম কথা বলা লোকেদের জেলে ভরা উচিত : অমিত শাহ

দেশজুড়ে সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল দেখে গেরুয়া শিবির এমন পদক্ষেপ নিয়েছে বলেই জানা যাচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটার এবং নমো অ্যাপে “ভারত সিএএ সমর্থন করে” এটি চালু করেছেন।

বিরোধী দলনেতারা প্রথম থেকেই সিএএ এর বিরুদ্ধে।সংসদে সিএবি পাস হওয়ার পরে, সোনিয়া গান্ধী এটিকে দেশের সাংবিধানিক ইতিহাসে “অন্ধকার দিন” হিসাবে উল্লেখ করেছিলেন এছাড়া কংগ্রেসের প্রাক্তন প্রধান রাহুল গান্ধীও প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলেন তিনি সংবিধানের সাথে খেলছেন। এতে সাম্প্রদায়িক বিভাজনের সৃষ্টি হবে।

About Author