Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টাটার গাড়িতে কত ছাড়? দীপাবলির আগে কিনলে আপনার কত টাকা সাশ্রয় হবে জেনে নিন

উৎসবের মরশুমে ক্রেতাদের জন্য সুখবর। টাটা মোটরস ঘোষণা করেছে, জিএসটি হ্রাসের সম্পূর্ণ সুবিধা এবার সরাসরি পৌঁছে যাবে গ্রাহকদের কাছে। ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর এই পরিবর্তনের ফলে টাটা মোটরসের গাড়ি…

Avatar

উৎসবের মরশুমে ক্রেতাদের জন্য সুখবর। টাটা মোটরস ঘোষণা করেছে, জিএসটি হ্রাসের সম্পূর্ণ সুবিধা এবার সরাসরি পৌঁছে যাবে গ্রাহকদের কাছে। ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর এই পরিবর্তনের ফলে টাটা মোটরসের গাড়ি ও SUV-এর দাম উল্লেখযোগ্যভাবে কমছে। কোম্পানি জানিয়েছে, উৎসবের সময়ে গাড়ি কেনার আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। জিএসটি কাউন্সিল সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে, ১২০০ সিসি পর্যন্ত পেট্রোল গাড়ি, ১৫০০ সিসি পর্যন্ত ডিজেল গাড়ি এবং ৩৫০ সিসি-র কম বাইকের ওপর কর ২৮% থেকে কমিয়ে ১৮% করা হবে। অপরদিকে, বড় SUV, চার চাকার বড় গাড়ি এবং ৩৫০ সিসির বেশি ইঞ্জিনযুক্ত বাইকের কর ৫০% থেকে নামিয়ে ৪০% করা হয়েছে। এই সংশোধনের ফলে গাড়ির সামগ্রিক দাম কমে গিয়েছে।

টাটা মোটরস জানিয়েছে, এন্ট্রি-লেভেল মডেলগুলিতে উল্লেখযোগ্য ছাড় মিলবে। উদাহরণস্বরূপ, টাটা টিয়াগো এখন ৭৫,০০০ টাকা সস্তা এবং টিগর কমপ্যাক্ট সেডান ৮০,০০০ টাকা কম দামে পাওয়া যাবে। অল্ট্রোজ প্রিমিয়াম হ্যাচব্যাকের দাম কমেছে প্রায় ১.১০ লক্ষ টাকা। জনপ্রিয় SUV মডেলগুলির মধ্যে পাঞ্চ ৮৫,০০০ টাকা এবং নেক্সন প্রায় ১.৫৫ লক্ষ টাকা পর্যন্ত সস্তা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রিমিয়াম গাড়ির ক্ষেত্রেও মূল্য হ্রাসের ঘোষণা হয়েছে। টাটা কার্ভের দাম ৬৫,০০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। টাটা হ্যারিয়ার এবং সাফারির ক্ষেত্রেও উল্লেখযোগ্য সংশোধন হয়েছে—এখন যথাক্রমে ১.৪০ লক্ষ টাকা এবং ১.৪৫ লক্ষ টাকা কম দামে পাওয়া যাবে। টাটা মোটরস ক্রেতাদের পরামর্শ দিয়েছে, তারা যেন নির্বাচিত ভেরিয়েন্টগুলির আপডেটেড মূল্য অনুমোদিত ডিলারশিপ থেকে জেনে নেন।

বিশেষজ্ঞদের মতে, কর হ্রাসের এই পদক্ষেপ শুধু দাম কমানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাজারে বিক্রির পরিমাণ বাড়াতে বড় ভূমিকা রাখবে। উৎসবের মরশুমে ক্রেতারা সাধারণত নতুন গাড়ি কেনার দিকে ঝুঁকেন। সেই সুযোগেই এই ছাড় বিক্রির গতি বাড়াবে বলে আশা করা হচ্ছে। টাটা মোটরসও জানিয়েছে, ক্রেতাদের উৎসাহিত করার জন্য প্রি-বুকিং সুবিধা চালু থাকবে।

About Author