Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gori Nagori Dance: নীল স্যুটে ঝড় তুললেন গোরি নাগোরি, জনপ্রিয়তায় ছাড়িয়ে গেলেন স্বপ্না চৌধরীকেও, দেখুন

রাজস্থানের জনপ্রিয় নৃত্যশিল্পী গোরি নাগোরি আজ আর শুধুমাত্র নিজের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নন। তাঁর নাচ এখন দেশের নানা প্রান্তে আলোচিত। বাস্তবে ও সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি পারফরম্যান্স ভক্তদের উন্মাদনা বাড়িয়ে…

Avatar

রাজস্থানের জনপ্রিয় নৃত্যশিল্পী গোরি নাগোরি আজ আর শুধুমাত্র নিজের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নন। তাঁর নাচ এখন দেশের নানা প্রান্তে আলোচিত। বাস্তবে ও সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতিটি পারফরম্যান্স ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিচ্ছে। ছোট থেকে বড়—সব বয়সের দর্শক তাঁর নাচের মুভস দেখে মুগ্ধ হচ্ছেন।

ডান্স মুভসে দর্শকের মন কাড়লেন

গোরির নাচের আবেদন শুধু স্টেজেই নয়, অনলাইন প্ল্যাটফর্মেও সমান জনপ্রিয়। একসময় তিনি রাগিনির মঞ্চে দারুণ পারফরম্যান্স করে হাজারো দর্শকের ভিড় টানতেন। সেই ধারাই এখন আরও বেশি বিস্তৃত হয়েছে। তাঁর সিজলিং মুভস ভক্তদের মনে দাগ কাটছে, আর প্রতিটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিগ বস বদলে দিয়েছে জীবন

গোরি নাগোরির জীবনে বড় পরিবর্তন আসে বিগ বস সিজন ১৬-এ অংশগ্রহণের পর। এই শো তাঁকে শুধু আলোচনায় নিয়ে আসেনি, বরং জনপ্রিয়তাও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। দর্শক মহলে তিনি হয়ে উঠেছেন এক পরিচিত নাম। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা বেড়েছে হু হু করে।

নীল স্যুটে নাচে ভাইরাল ভিডিও

সম্প্রতি গোরির একটি পুরনো ভিডিও ফের নতুন করে ট্রেন্ড করছে। সেখানে তাঁকে দেখা যাচ্ছে নীল স্যুট পরে “বীন বাজাবে ও গোরি” গানে প্রাণবন্ত নাচ করতে। তাঁর ঝটপট ও ফুরফুরে স্টেপ ভক্তদের মুগ্ধ করেছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই কমেন্টে ভরছে পোস্ট। কেউ লিখেছেন—“গোরি, তোমার স্টাইল একই আছে, শুধু পোশাক বদলেছে।” আবার কেউ মজা করে মন্তব্য করেছেন—“মনে হচ্ছে চাকরি থেকে ছুটি পেয়ে গেছো!”

দর্শকপ্রিয়তা অব্যাহত

যদিও ভিডিওটি এক বছর আগে প্রকাশিত হয়েছিল, এখনো সেটি ইন্টারনেটে সমান জনপ্রিয়। ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটির ভিউ ইতিমধ্যেই ১.২ মিলিয়নের বেশি ছাড়িয়েছে। এই ধারাবাহিক সাফল্যই প্রমাণ করছে, গোরি নাগোরির জনপ্রিয়তা শুধু সময়ের জন্য নয়, বরং দীর্ঘস্থায়ী এক আকর্ষণ।

About Author