বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে চেনেন না, এমন দর্শক খুব কমই আছেন। অভিনয়ের পাশাপাশি গ্ল্যামারাস স্টাইলের জন্যও তিনি সবসময় আলোচনায় থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর সক্রিয়তা ভক্তদের কাছে বিশেষ আকর্ষণ। প্রতিদিনই নতুন ছবি কিংবা ভিডিও পোস্ট করে ফ্যানদের সঙ্গে যুক্ত থাকেন অভিনেত্রী। সম্প্রতি শেয়ার করা কিছু সাহসী ফটোশুটের কারণে ফের শিরোনামে উঠে এসেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নতুন ছবিতে
ইনস্টাগ্রামে সোনালের শেয়ার করা নতুন ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল। ঝলমলে হাই-স্লিট ড্রেস পরে বেডরুমে বসে তিনি করেছেন এক গ্ল্যামারাস ফটোশুট। ছবির ক্যাপশনে সোনাল লিখেছেন— “Your new wallpaper Wanna see more of this look?”। মুহূর্তের মধ্যেই ফ্যানদের প্রশংসা ও ভালোবাসায় ভরে গেছে তাঁর পোস্টের কমেন্ট বক্স।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভক্তদের প্রতিক্রিয়া
সোনালের ছবিগুলিতে ফলোয়াররা একের পর এক কমেন্ট করছেন। কেউ লিখেছেন, “Stunning look”, আবার কেউ তাঁর স্টাইল সেন্সকে বলছেন “Trend setter”। ইতিমধ্যেই হাজার হাজার লাইক ও শেয়ার জমা পড়েছে এই পোস্টে। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এক ঝড় তুলেছেন সোনাল।
চলচ্চিত্রজগতের সঙ্গে গ্ল্যামার
সোনাল শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, বরং চলচ্চিত্রজগতেও তাঁর জায়গা পাকা করেছেন। Legend, Pandaga Chesko, Size Zero, এবং Dictator ছবিতে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। গ্ল্যামারাস ইমেজের পাশাপাশি এই অভিনেত্রীর ফ্যাশন সেন্স ভক্তদের কাছে এক আলাদা আকর্ষণ।
অনলাইন প্ল্যাটফর্মে বাড়ছে জনপ্রিয়তা
অভিনেত্রীর সক্রিয় উপস্থিতি তাঁকে সোশ্যাল মিডিয়ায় আরও জনপ্রিয় করে তুলেছে। প্রতিটি নতুন ছবি বা পোস্টই ভাইরাল হওয়া এখন তাঁর ক্ষেত্রে এক সাধারণ ঘটনা। শুধু ছবিই নয়, ফিটনেস ও ফ্যাশন টিপস দিয়েও তিনি অনুরাগীদের মন জয় করে চলেছেন।