Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিউটি টিপস! বর্ষায় ফ্রিজি চুল সামলাতে জাদুকরী ট্রিকস, কয়েক মিনিটেই পাবেন ঝলমলে হেয়ার – Hair Care Tips

বর্ষাকাল এলেই চুলের সমস্যা যেন বেড়ে যায় দ্বিগুণ। অতিরিক্ত আর্দ্রতা, বৃষ্টির পানি আর ঘাম মিলিয়ে চুল শুষ্ক, প্রাণহীন ও ভেঙে যেতে শুরু করে। অনেকের অভিযোগ, সুন্দর মুখও কোঁকড়ানো ও জট…

Avatar

বর্ষাকাল এলেই চুলের সমস্যা যেন বেড়ে যায় দ্বিগুণ। অতিরিক্ত আর্দ্রতা, বৃষ্টির পানি আর ঘাম মিলিয়ে চুল শুষ্ক, প্রাণহীন ও ভেঙে যেতে শুরু করে। অনেকের অভিযোগ, সুন্দর মুখও কোঁকড়ানো ও জট বাঁধা চুলের কারণে নিস্তেজ দেখায়। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক যত্ন ও কিছু প্রাকৃতিক প্রতিকারের সাহায্যে এই সময়েও চুলকে রাখা সম্ভব নরম, চকচকে ও স্বাস্থ্যকর।

বর্ষায় চুলের সমস্যার মূল কারণ

উত্তরাখণ্ডের দেরাদুনের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ সিরাজ সিদ্দিকীর মতে, আর্দ্র আবহাওয়া ও বৃষ্টির পানি চুলের শত্রু। এর ফলে মাথার ত্বকে সংক্রমণ, খুশকি, জট বাঁধা, শুষ্কতা ও অতিরিক্ত ফ্রিজিনেস দেখা দেয়। যাঁরা ঘন ও লম্বা চুল চান, তাঁরা বর্ষায় বিশেষভাবে সমস্যায় পড়েন। তবে নিয়মিত যত্ন নিলে এই সমস্যা অনেকটাই কমানো যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘরোয়া প্রতিকার যা রাখতে পারে চুলকে ঝলমলে

  1. অ্যালোভেরা ও নারকেল তেল – তাজা অ্যালোভেরা জেল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথা ধোয়ার পর ব্যবহার করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেললে চুল নরম ও উজ্জ্বল হয়।

  2. দইয়ের ব্যবহার – দই প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। এটি চুলে লাগালে শুষ্কতা কমে যায় ও মসৃণ হয়।

  3. লেবুর তেল, রোজমেরি তেল ও পেঁয়াজের রস – এই তিনটি উপাদান নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগালে কোঁকড়াভাব কমে ও চুল স্বাস্থ্যকর হয়।

  4. খাঁটি নারকেল তেল ম্যাসাজ – হালকা গরম নারকেল তেল মাথার ত্বকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে খুশকি দূর হয় এবং চুল মজবুত হয়।

প্রতিদিনের যত্নই আসল সমাধান

বর্ষাকালে শুধু এক-দুদিনের যত্ন যথেষ্ট নয়। নিয়মিত তেল, প্রাকৃতিক হেয়ার মাস্ক ব্যবহার এবং সঠিক খাদ্যাভ্যাস চুলকে রাখবে সুস্থ। এছাড়া, বৃষ্টিতে ভিজলে চুল দ্রুত শুকিয়ে নিতে হবে, নাহলে সংক্রমণের ঝুঁকি বাড়বে। বিশেষজ্ঞদের মতে, বর্ষার দিনে অযথা হেয়ার স্টাইলিং বা কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয়। এগুলি চুলের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে দেয়। তার পরিবর্তে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে ফল মিলবে দীর্ঘস্থায়ী।

About Author