Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

499-এ মিলছে এমন সুবিধা যা আগে কখনও পাননি, Jio দিল মেগা সারপ্রাইজ

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিনদিন বাড়ছে। এর মধ্যেই বাজেট সচেতন গ্রাহকদের জন্য বিশেষ চমক নিয়ে এল রিলায়েন্স জিও। মাত্র ৪৯৯ টাকার একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে সংস্থাটি, যা…

Avatar

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিনদিন বাড়ছে। এর মধ্যেই বাজেট সচেতন গ্রাহকদের জন্য বিশেষ চমক নিয়ে এল রিলায়েন্স জিও। মাত্র ৪৯৯ টাকার একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে সংস্থাটি, যা একসাথে দীর্ঘ মেয়াদের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং প্রতিদিনের ডেটা সুবিধা দিচ্ছে।

কী থাকছে ৪৯৯ টাকার প্ল্যানে

এই প্ল্যানের মূল আকর্ষণ হলো আনলিমিটেড ভয়েস কলিং। যে কোনও নেটওয়ার্কে সীমাহীন কথা বলা যাবে, ফলে কল মিনিট শেষ হওয়ার চিন্তা থাকবে না। প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিন, অর্থাৎ প্রায় তিন মাস এক রিচার্জেই নিশ্চিন্ত ব্যবহার করা যাবে। প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হচ্ছে, যা মোট ১৬৮ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস কিংবা অফিস মিটিং—সব কিছুতেই পর্যাপ্ত ডেটা পাওয়া যাবে। একইসাথে প্রতিদিন এসএমএসের সুবিধাও দেওয়া হয়েছে। যদিও সঠিক সংখ্যা এখনও প্রকাশ্যে আসেনি, তবে জিও-র অন্য মিলিত প্ল্যান অনুযায়ী দিনে ১০০টি এসএমএস থাকার সম্ভাবনা প্রবল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাজেট ফ্রেন্ডলি সমাধান

এই প্ল্যানকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বাজেট কনশাস গ্রাহকদের জন্য। মাসে বারবার রিচার্জ করার ঝামেলা কমাতে দীর্ঘ ভ্যালিডিটির সুবিধা যুক্ত করা হয়েছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ—সকলের জন্যই এটি একটি সাশ্রয়ী সমাধান।

উৎসবের মরশুমে বাড়ছে চাহিদা

দশেরা এবং দীপাবলির মতো বড় উৎসব সামনে রেখে এই প্ল্যান লঞ্চ করেছে জিও। উৎসবের সময় ডেটা ব্যবহারের পরিমাণ বাড়ে—অনলাইন কেনাকাটা, ভিডিও কল কিংবা কনটেন্ট স্ট্রিমিং সব মিলিয়ে গ্রাহকের চাহিদা মেটাতে এই প্ল্যান কার্যকরী হতে পারে।

বাজারে প্রতিযোগিতার ইঙ্গিত

টেলিকম বাজারে বর্তমানে গ্রাহকেরা খরচ নিয়ে সতর্ক। ফলে কম খরচে দীর্ঘ সুবিধার প্যাক এখন বেশ জনপ্রিয়। এই নতুন ৪৯৯ টাকার প্ল্যান সেই বাজার চাহিদাকে লক্ষ্য করেই আনা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্ল্যানটি আগামী দিনে জিও-র গ্রাহকসংখ্যা আরও বাড়াতে সাহায্য করবে।

About Author