ডেটা ব্যবহারের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টেলিকম কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। প্রতিদিনের ইন্টারনেট প্ল্যান বেছে নেওয়ার সময় গ্রাহকরা এখন খরচ এবং সুবিধা—দুটোই খুঁটিয়ে দেখছেন। এই পরিস্থিতিতে জিও এবং ভোডাফোন আইডিয়া তাদের সাশ্রয়ী প্ল্যান নিয়ে বাজারে নজর কেড়েছে।
জিও-র সস্তা রিচার্জ প্ল্যান
মুকেশ আম্বানির জিও বর্তমানে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। গ্রাহকদের জন্য তারা নিয়ে এসেছে ৩৯৯ টাকার একটি রিচার্জ প্ল্যান, যাতে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এর সঙ্গে থাকছে আনলিমিটেড ফ্রি কলিং এবং প্রতিদিন ১০০টি SMS সুবিধা। শুধু তাই নয়, জিও টিভি, জিও এআই ক্লাউড এবং ৯০ দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশনও প্যাকেজে অন্তর্ভুক্ত। ফলে কম খরচে একাধিক পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভোডাফোন আইডিয়ার প্ল্যান
দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া সম্প্রতি তাদের 5G পরিষেবা চালু করেছে। গ্রাহকদের জন্য তারা এনেছে ৪৬৯ টাকার রিচার্জ প্ল্যান, যাতে প্রতিদিন ২.৫ জিবি ডেটা সুবিধা দেওয়া হচ্ছে। এই প্ল্যানেও ২৮ দিনের ভ্যালিডিটি থাকছে। এর পাশাপাশি, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS ছাড়াও আরও কিছু বিশেষ সুবিধা থাকছে। যেমন—উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডিলাইট সুবিধা এবং দিনে ১২ ঘণ্টা পর্যন্ত আনলিমিটেড ফ্রি ডেটা ব্যবহার। এখানেও ৯০ দিনের জন্য হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
কোন প্ল্যান বেশি লাভজনক?
যেখানে জিও ৩৯৯ টাকায় এই সুবিধা দিচ্ছে, সেখানে ভোডাফোন আইডিয়ার দাম ৪৬৯ টাকা। অর্থাৎ, একই পরিমাণ ডেটা ও মৌলিক পরিষেবা দেওয়া হলেও ভোডাফোন আইডিয়ার দাম প্রায় ৭০ টাকা বেশি। তবে তাদের অতিরিক্ত উইকেন্ড ডেটা রোলওভার এবং আনলিমিটেড ডেটার সুযোগ গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে পারে।
অন্যদিকে, খরচ বাঁচাতে চাইলে জিও-র প্ল্যান তুলনামূলকভাবে সাশ্রয়ী।
জিও এবং ভোডাফোন আইডিয়া দু’টি কোম্পানিই গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্যাকেজ আনছে। তবে কার জন্য কোন প্ল্যান বেশি লাভজনক হবে, তা নির্ভর করছে ব্যক্তিগত চাহিদার ওপর। কেউ সস্তা প্ল্যান বেছে নেবেন, কেউ হয়তো বাড়তি সুবিধার জন্য বেশি দাম দিতে রাজি হবেন।