Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio-Airtel সাবধান, BSNL আনলো 249 টাকায় Free OTT সঙ্গে 2GB ডেটা প্রতিদিন – BSNL New Plan

সাশ্রয়ী মূল্যে দীর্ঘমেয়াদী সুবিধা—এই লক্ষ্য নিয়েই নতুন পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL। জুলাই ২০২৫-এ লঞ্চ করা হয়েছে নতুন 249 রিচার্জ প্ল্যান, যা ইতিমধ্যেই টেলিকম মার্কেটে আলোড়ন তুলেছে। দীর্ঘদিন পর সরকারি…

Avatar

সাশ্রয়ী মূল্যে দীর্ঘমেয়াদী সুবিধা—এই লক্ষ্য নিয়েই নতুন পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL। জুলাই ২০২৫-এ লঞ্চ করা হয়েছে নতুন 249 রিচার্জ প্ল্যান, যা ইতিমধ্যেই টেলিকম মার্কেটে আলোড়ন তুলেছে। দীর্ঘদিন পর সরকারি সংস্থার তরফে আসা এই অফারকে অনেকে প্রতিযোগিতামূলক বাজারে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন।

প্ল্যানের মূল বৈশিষ্ট্য

249 রিচার্জ প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হলো ৪৫ দিনের ভ্যালিডিটি। প্রতিদিন গ্রাহকদের দেওয়া হবে 2GB হাই-স্পিড ডেটা, অর্থাৎ মোট 90GB ডেটা ব্যবহার করা যাবে। ডেটা শেষ হলেও ইন্টারনেট পরিষেবা পুরো সময় জুড়েই 40Kbps স্পিডে চালু থাকবে। ফলে সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং কিংবা গেমিং—সবই নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা সম্ভব।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আনলিমিটেড কল ও SMS

শুধু ডেটা নয়, যোগাযোগ পরিষেবাতেও বাড়তি সুবিধা থাকছে। দেশের মধ্যে লোকাল, STD এবং ন্যাশনাল রোমিং সহ আনলিমিটেড কলিং সুবিধা অন্তর্ভুক্ত হয়েছে প্ল্যানে। সঙ্গে প্রতিদিন পাওয়া যাবে 100 SMS একদম বিনামূল্যে। ব্যবসায়িক ভ্রমণ কিংবা পরিবার-পরিজনের সঙ্গে সংযোগ রাখতে এটি অত্যন্ত কার্যকরী বলে মনে করা হচ্ছে।

OTT সুবিধা ও বিনোদন

গ্রাহকদের বিনোদনের কথা মাথায় রেখে এই প্ল্যানে যুক্ত হয়েছে BiTV OTT অ্যাপ্লিকেশন। যেখানে 400-রও বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে—সংবাদ, খেলা, শিক্ষা থেকে শুরু করে বিনোদনের যাবতীয় কনটেন্ট। কেবল টিভির বাড়তি খরচ কমাতেও এই পরিষেবা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

প্রতিযোগিতার বাজারে BSNL

নতুন প্ল্যানকে কেন্দ্র করে বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে বাড়ছে উদ্বেগ। ₹249 টাকায় 45 দিনের ভ্যালিডিটি বাজারে কার্যত অনন্য। বেসরকারি অপারেটররা সাধারণত কম সময়ের ভ্যালিডিটি দিয়ে থাকে। ফলে গ্রাহক ধরে রাখতে নতুন কৌশল নেওয়ার চাপ তৈরি হতে পারে তাদের উপরেও।

নেটওয়ার্ক উন্নয়ন ও ভবিষ্যতের প্রস্তুতি

BSNL ইতিমধ্যেই গ্রামীণ ও অর্ধ-শহুরে এলাকায় 4G সম্প্রসারণে জোর দিয়েছে। পাশাপাশি 5G চালুর প্রস্তুতিও চলছে। সংস্থার দাবি, উন্নত কল কোয়ালিটি এবং স্থিতিশীল ইন্টারনেট পরিষেবা গ্রাহকদের আস্থা বাড়িয়েছে।

সহজ রিচার্জ প্রক্রিয়া

প্ল্যানটি রিচার্জ করা যাবে অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা Paytm, PhonePe, Google Pay-এর মতো জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্ম থেকে। অফলাইন রিচার্জের জন্য রয়েছে নিকটবর্তী BSNL সেন্টার ও অনুমোদিত রিটেইলাররা। রিচার্জের সঙ্গে সঙ্গেই পরিষেবা চালু হয়ে যাবে।

অন্যান্য বিকল্পও চালু

BSNL-এর আরও কিছু কিফায়তি প্ল্যান রয়েছে, যেমন 215, 228 এবং 298, যা আলাদা ভ্যালিডিটি ও ডেটা সুবিধাসহ দেওয়া হয়। অর্থাৎ গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী একাধিক অপশন বেছে নিতে পারবেন।

About Author