Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shramashree ID Card: শ্রমশ্রী প্রকল্পে আবেদন করলেই মিলবে ৫০০০ টাকা, জানুন স্টেপ-বাই-স্টেপ প্রক্রিয়া

মাত্র কয়েকটি ধাপেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হাতে পৌঁছতে চলেছে বড় স্বস্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘শ্রমশ্রী প্রকল্প’, যার মাধ্যমে ভিন রাজ্যে কাজ করে ফিরে আসা শ্রমিকরা পাবেন আর্থিক সহায়তা…

Avatar

মাত্র কয়েকটি ধাপেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হাতে পৌঁছতে চলেছে বড় স্বস্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ‘শ্রমশ্রী প্রকল্প’, যার মাধ্যমে ভিন রাজ্যে কাজ করে ফিরে আসা শ্রমিকরা পাবেন আর্থিক সহায়তা এবং সামাজিক সুরক্ষা। এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শ্রমশ্রী প্রকল্পের আওতায় একজন পরিযায়ী শ্রমিক এককালীন ৫ হাজার টাকা পাবেন। পাশাপাশি এক বছরের জন্য প্রতি মাসে আরও ৫ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ মোট সহায়তা দাঁড়াচ্ছে ৬৫ হাজার টাকা পর্যন্ত। সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে কাজ হারিয়ে ফেরা বহু শ্রমিক নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।

আবেদন পদ্ধতি

  • শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করা যাবে দুইভাবে— অফলাইন এবং অনলাইন।
  • অফলাইনে আবেদন করতে হবে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে।
  • অনলাইনে আবেদন করতে চাইলে মোবাইলে ‘শ্রমশ্রী অ্যাপ’ ডাউনলোড করতে হবে। ইনস্টল করার পর লগইন অথবা রেজিস্ট্রার অপশান বেছে নেওয়ার সুযোগ থাকবে। কর্মসাথী প্রকল্পে নাম থাকলে মোবাইল
  • নম্বর ও OTP-এর মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। কর্মসাথী পোর্টালে নাম না থাকলে নতুন রেজিস্ট্রেশন করতে হবে।

প্রয়োজনীয় নথি ও প্রমাণ

আবেদনকারীদের ভিন রাজ্যে কাজের প্রমাণপত্র, বাংলায় ফেরার বিবরণ, এবং ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে। সঠিক নথি যাচাইয়ের পর শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে Shramashree ID Card। এই পরিচয়পত্রের মাধ্যমেই প্রকল্পের সব সুবিধা পাওয়া যাবে।

শ্রমশ্রী আইডি কার্ডের সুবিধা

এই প্রকল্প কেবল আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়। শ্রমশ্রী আইডি কার্ড থাকলে মিলবে আরও নানা সুবিধা—
  • পরিযায়ী শ্রমিকদের পরিবারের জন্য রেশন ও স্বাস্থ্য বিমার সুবিধা।
  • যাদের স্থায়ী বাড়ি নেই, তাদের জন্য আবাস যোজনা-র মাধ্যমে ঘর তৈরি করে দেওয়া হবে।
  • শ্রমিকদের সন্তানদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে।
সরকারি সূত্রের দাবি, এর ফলে শুধু আর্থিক স্বস্তি নয়, একসঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও বাসস্থানের মতো মৌলিক সুবিধাগুলিও নিশ্চিত হবে।
About Author