Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: নীলম গিরি-খেসারির রোমান্টিক ভিডিওয় ঝড়, কয়েক ঘণ্টায় লাখো ভিউ

ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি খেসারি লাল যাদব ও নীলম গিরির নতুন গান প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। অন্যদিকে, টেলিভিশনের বহুল আলোচিত রিয়্যালিটি শো Bigg Boss Season 19-এ নীলমের…

Avatar

ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি খেসারি লাল যাদব ও নীলম গিরির নতুন গান প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। অন্যদিকে, টেলিভিশনের বহুল আলোচিত রিয়্যালিটি শো Bigg Boss Season 19-এ নীলমের অংশগ্রহণও ভক্তদের কৌতূহল বাড়িয়েছে। দু’টি খবর একসঙ্গে নীলম-খেসারিকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

নতুন গানে রোমান্টিক রসায়ন

‘কমরিয়া মে পির’ নামের এই নতুন গানটি মুক্তি পেয়েছে Sa Re Ga Ma Hum Bhojpuri ইউটিউব চ্যানেলে। গানের ভিডিওতে খেসারি ও নীলমকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যায়। প্রথমে তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া হলেও পরে সেই দৃশ্য রোমান্টিক নাচে পরিণত হয়েছে। ভক্তরা জানাচ্ছেন, দু’জনের অন-স্ক্রিন কেমিস্ট্রি একেবারে স্বাভাবিক ও প্রাণবন্ত লেগেছে।ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাত লক্ষাধিক ভিউ অতিক্রম করেছে। দর্শকদের উচ্ছ্বাস দেখে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এটি এক মিলিয়ন ভিউ স্পর্শ করবে। আগেও খেসারি-নীলম একাধিক জনপ্রিয় গানে একসঙ্গে কাজ করেছেন। তবে এই ভিডিওকে অনেকে তাদের সেরা পারফরম্যান্স হিসেবে অভিহিত করছেন।

নীলমের বিগ বস ১৯-এ যাত্রা

গানের সাফল্যের সঙ্গে সঙ্গেই আরেকটি বড় খবর হলো নীলম গিরির Bigg Boss Season 19-এ যোগদান। ২৪ আগস্ট থেকে শুরু হওয়া এই মরশুমের প্রিমিয়ার পর্বেই নীলমকে ঘরে প্রবেশ করতে দেখা যায়। শো’য়ের হোস্ট সালমান খানের সঙ্গেও তার আড্ডা দর্শকদের আকর্ষণ করেছে।ভোজপুরি ইন্ডাস্ট্রির এই তারকা আগেই অসংখ্য মিউজিক ভিডিও ও সিনেমায় জনপ্রিয়তা অর্জন করেছেন। এবার রিয়্যালিটি শো-এর প্ল্যাটফর্ম তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে বলে অনুরাগীদের প্রত্যাশা। জানা গিয়েছে, সহকর্মী পवन সিং এবং খেসারি লালের মতো অনেকেই প্রকাশ্যে নীলমকে সমর্থন করছেন।

ভক্তদের প্রতিক্রিয়া

সোশ্যাল মিডিয়ায় ভক্তরা জানাচ্ছেন, একই সপ্তাহে নীলমকে নতুন গানের পর্দায় ও বিগ বসের ঘরে দেখতে পাওয়া সত্যিই বিশেষ অভিজ্ঞতা। কেউ কেউ মনে করছেন, খেসারির সঙ্গে তার নতুন গান যেমন ট্রেন্ডিং-এ থাকবে, তেমনই বিগ বসে তার উপস্থিতিও আলোচনার জন্ম দেবে।
About Author