Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri Video: ভোজপুরি দুনিয়ায় আগুন ধরাল খেসারি-কাজলের রোমান্টিক ভিডিও, দেখুন একনজরে

ভাইরাল ভিডিওর জাদু ফের একবার কাঁপিয়ে দিল ভোজপুরি ইন্ডাস্ট্রি। খেসারি লাল যাদব ও কাজল রাঘবানির পুরনো একটি গান আবারও ইন্টারনেটে ঝড় তুলেছে। ছয় বছর আগে প্রকাশিত এই গানটির ভিডিও এখন…

Avatar

ভাইরাল ভিডিওর জাদু ফের একবার কাঁপিয়ে দিল ভোজপুরি ইন্ডাস্ট্রি। খেসারি লাল যাদব ও কাজল রাঘবানির পুরনো একটি গান আবারও ইন্টারনেটে ঝড় তুলেছে। ছয় বছর আগে প্রকাশিত এই গানটির ভিডিও এখন নতুন করে দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে।ভোজপুরি সিনেমা জগতে খেসারি লাল যাদবের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর যে কোনও গান বা ভিডিও ইউটিউবে আপলোড হলেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে কাজল রাঘবানির সঙ্গে তাঁর অন-স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের কাছে সবসময়ই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ বার সেই জুটি ফের আলোচনায়।‘অড়াই বেজে’ নামের গানটি মূলত ছয় বছর আগে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। বর্তমানে সেটি ৩৩ মিলিয়নেরও বেশি ভিউস অর্জন করেছে। ভিডিওতে দেখা যায় খেসারি ও কাজলকে রোমান্টিক মুহূর্তে। এক দৃশ্যে কাজল অজ্ঞান হওয়ার ভান করেন, আর খেসারি তাঁকে সামলে নেন। আবার খেসারির চোখ লেগে গেলে কাজল তাঁরই কুর্তা পরে তাঁকে মুগ্ধ করার চেষ্টা করেন। দর্শকরা বলছেন, তাঁদের কেমিস্ট্রি একেবারেই আগুন ধরানো।ভক্তদের প্রতিক্রিয়ায় স্পষ্ট, এই জুটির পর্দার রসায়নই বারবার তাঁদের সাফল্যের মূল চাবিকাঠি। ইউটিউবের কমেন্ট বক্সে ভরে যাচ্ছে প্রশংসার ঝড়। কেউ লিখেছেন, “এই জুটি সবসময়ই হিট।” আবার কেউ বলেছেন, “ছয় বছর পরও একই রকম জনপ্রিয়।”খেসারি লাল যাদব ও কাজল রাঘবানির নাম একসঙ্গে এলেই দর্শকদের কৌতূহল বেড়ে যায়। তাঁদের একাধিক রোমান্টিক গান আগেও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছে। তবে ‘অড়াই বেজে’-র পুনরায় ভাইরাল হওয়া প্রমাণ করছে, পুরনো হিটও নতুন যুগের দর্শককে সমানভাবে টানতে পারে।
About Author