Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাসে খরচ ২০০ টাকা, BSNL দিচ্ছে প্রতিদিন ৩ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা, জানুন সবকিছু

একটা ফোন রিচার্জের খরচে যদি মাসের পর মাস নিশ্চিন্ত থাকা যায়, তাহলে গ্রাহকদের সুবিধা যে অনেকটাই বাড়ে—এ কথা বলাই বাহুল্য। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) ক্রমাগত নতুন নতুন প্ল্যান নিয়ে…

Avatar

একটা ফোন রিচার্জের খরচে যদি মাসের পর মাস নিশ্চিন্ত থাকা যায়, তাহলে গ্রাহকদের সুবিধা যে অনেকটাই বাড়ে—এ কথা বলাই বাহুল্য। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) ক্রমাগত নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে, যাতে প্রতিযোগিতার বাজারে গ্রাহক ধরে রাখা যায়। প্রাইভেট টেলিকম সংস্থাগুলির তুলনায় কম খরচে বেশি সুবিধা দেওয়াই বিএসএনএলের মূল লক্ষ্য।

বিএসএনএল-এর ৫৯৯ টাকার প্ল্যান

এই রিচার্জ প্ল্যানটির দাম মাত্র ৫৯৯ টাকা। এতে ব্যবহারকারীরা পান ৮৪ দিনের ভ্যালিডিটি। প্ল্যানে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা, অর্থাৎ দেশের যে কোনও নম্বরে বিনামূল্যে কল করা যাবে। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা হল প্রতিদিন ৩ জিবি হাই-স্পিড ডেটা। নির্দিষ্ট ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড নেমে আসে ৪০ কেবিপিএস-এ, তবে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যায়। এর সঙ্গে মিলছে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস। যারা বেশি ডেটা ব্যবহার করেন, তাদের জন্য এই প্ল্যানটি লাভজনক হতে পারে।

বিএসএনএল-এর ৮৯৭ টাকার প্ল্যান

বাজেট একটু বেশি হলে গ্রাহকরা বেছে নিতে পারেন এই প্ল্যান। মাত্র ৮৯৭ টাকায় পাওয়া যাবে ১৮০ দিনের ভ্যালিডিটি, অর্থাৎ একবার রিচার্জ করলেই প্রায় ৬ মাসের চিন্তামুক্ত ব্যবহার। এখানে রয়েছে আনলিমিটেড কলিং সুবিধা, প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং মোট ৯০ জিবি হাই-স্পিড ডেটা। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট দৈনিক সীমা নেই—ব্যবহারকারী নিজের সুবিধামতো যেকোনও সময় ডেটা ব্যবহার করতে পারবেন। তবে নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে গতি নেমে আসে ৪০ কেবিপিএস-এ। দীর্ঘমেয়াদি ও বাজেট-ফ্রেন্ডলি অপশন খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য এটি উপযুক্ত।

কেন বেছে নেবেন বিএসএনএল প্ল্যান?

বাজারে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া (Vi)–র মতো প্রতিদ্বন্দ্বীরা একের পর এক রিচার্জ প্যাক আনছে। কিন্তু তুলনামূলকভাবে কম দামে বেশি সুবিধা দিচ্ছে বিএসএনএল। বিশেষত যারা বাজেট অনুযায়ী প্ল্যান খুঁজছেন, তাদের কাছে বিএসএনএল এখনও একটি নির্ভরযোগ্য অপশন।
About Author