রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজন মানেই দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। প্রতি বছরই এই শো ঘিরে নানা চর্চা হয়। তবে এ বার যে খবর সামনে এসেছে, তা নিঃসন্দেহে ভক্তদের আরও বেশি আগ্রহী করে তুলবে। আগামী ২৪ অগস্ট ২০২৫ থেকে শুরু হচ্ছে বিগ বস ১৯, আর জানা গিয়েছে—এই সিজন হতে পারে শোয়ের ইতিহাসে সবচেয়ে লম্বা। কারণ এটি চলবে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।প্রথম থেকেই এই শো-কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। টেলিভিশনের নামী মুখদের পাশাপাশি বিখ্যাত ইনফ্লুয়েন্সাররাও থাকবেন এ বারের প্রতিযোগী তালিকায়। কিন্তু সব চেয়ে বড় চমক হচ্ছে—আন্তর্জাতিক তারকাদের প্রবেশ। শুধু ভারতীয় সেলিব্রিটি নয়, এবার দর্শকরা পাবেন ওয়ার্ল্ড ক্লাস এন্টারটেইনমেন্টও।
আন্ডারটেকারের সম্ভাব্য এন্ট্রি
WWE-র কিংবদন্তি রেসলার আন্ডারটেকার নাকি বিগ বস হাউসে ঢুকতে পারেন। নির্মাতাদের সঙ্গে তাঁর প্রাথমিক কথা চলছে। পরিকল্পনা মতো সব কিছু এগোলে, নভেম্বরে ৭ থেকে ১০ দিনের জন্য তিনি শো-তে হাজির হবেন। যদিও তিনি প্রতিযোগী হিসেবে নয়, বরং স্পেশাল গেস্ট হিসেবে অংশ নেবেন। তাঁর নাম উচ্চারণ হতেই দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়ে গিয়েছে। আন্ডারটেকারের আলাদা ব্যক্তিত্ব ও শক্তিশালী রেসলিং স্টাইল বিশ্বজুড়ে জনপ্রিয়। ফলে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে শোয়ের TRP বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
মাইক টাইসনকেও দেখা যেতে পারে
শুধু আন্ডারটেকারই নন, বক্সিং লিজেন্ড মাইক টাইসনকেও নাকি এই মরশুমে দেখা যেতে পারে। খবর অনুযায়ী, টাইসন এবং তাঁর টিমের সঙ্গে নির্মাতাদের আলোচনা এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। যদি তারিখ ও পারিশ্রমিকের বিষয় চূড়ান্ত হয়, তবে অক্টোবর মাসে প্রায় এক সপ্তাহের জন্য তিনি বিগ বসের ঘরে প্রবেশ করবেন। ভারতেও তাঁর জনপ্রিয়তা বিপুল। তাই তাঁর এন্ট্রি দর্শকদের কাছে বড় সারপ্রাইজ হতে চলেছে।
দীর্ঘতম সিজনের পথে
অফিশিয়ালি ঘোষণা করা হয়েছে যে, বিগ বস ১৯-এর গ্র্যান্ড প্রিমিয়ার হবে ২৪ অগস্ট ২০২৫-এ। সম্প্রচার হবে কালার্স টিভি ও জিও হটস্টার-এ। বিশেষ পরিকল্পনা অনুযায়ী, শো চলবে প্রায় ছয় মাস, অর্থাৎ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। ফলে এই সিজন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ হতে চলেছে। ড্রামা, এন্টারটেইনমেন্ট, কনট্রোভার্সি—সব মিলিয়ে দর্শকরা আগের থেকে অনেক বেশি চমক পেতে চলেছেন। আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি এই মরশুমের মূল আকর্ষণ হয়ে দাঁড়াবে।