Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Automatic Cars: ১০ লক্ষ টাকার মধ্যে কোন অটোমেটিক গাড়ি সেরা? ২০২৫-এর তালিকা দেখে অবাক হবেন

শহরের ভিড়ভাট্টা আর ট্রাফিকে গাড়ি চালানো মানেই বাড়তি ক্লান্তি। বারবার গিয়ার বদলের ঝক্কি থেকে মুক্তি পেতে অনেকেই খুঁজছেন অটোমেটিক গাড়ি। একসময় যেগুলির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ছিল, ২০২5 সালে…

Avatar

শহরের ভিড়ভাট্টা আর ট্রাফিকে গাড়ি চালানো মানেই বাড়তি ক্লান্তি। বারবার গিয়ার বদলের ঝক্কি থেকে মুক্তি পেতে অনেকেই খুঁজছেন অটোমেটিক গাড়ি। একসময় যেগুলির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে ছিল, ২০২5 সালে ১০ লক্ষ টাকার কমেই মিলছে একাধিক আকর্ষণীয় অটোমেটিক মডেল। এগুলির মধ্যে রয়েছে স্পোর্টি হ্যাচব্যাক থেকে শুরু করে ফ্যামিলি SUV—সবই আধুনিক ফিচার, ভালো মাইলেজ আর কম দামের দুর্দান্ত মিশ্রণ।

মারুতি সুজুকি সুইফ্ট AMT

স্পোর্টি লুক আর সহজ ড্রাইভিং অভিজ্ঞতার জন্য মারুতি সুজুকি সুইফ্ট AMT আলাদা পরিচিতি পেয়েছে। এর 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন পারফরম্যান্সের পাশাপাশি দিচ্ছে চমৎকার মাইলেজ। টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ও ছয়টি এয়ারব্যাগ গাড়িটিকে আরও সুরক্ষিত করে তুলেছে। শহরে নিয়মিত ব্যবহারের জন্য প্রায় 7.8 লক্ষ দামের এই হ্যাচব্যাককে ধরা হচ্ছে সেরা বিকল্পগুলির মধ্যে একটি।

টাটা পাঞ্চ AMT

মিনি SUV হিসেবে বাজারে বিশেষ জনপ্রিয় টাটা পাঞ্চ AMT। এর ৫-স্টার সেফটি রেটিং নিরাপত্তার নিশ্চয়তা দেয়, আর হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুর্গম রাস্তা পেরোতেও সাহায্য করে। পারিবারিক ব্যবহার থেকে শুরু করে মাঝে মাঝে হাইওয়ে ড্রাইভ—সব ক্ষেত্রেই এটি কার্যকর। প্রায় 7 লক্ষ থেকে শুরু হওয়া দামের জন্য এটি বাজেট সেগমেন্টে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

হুন্ডাই গ্র্যান্ড i10 নিওস AMT

স্টাইল ও কমফোর্ট একসঙ্গে চাইলে হুন্ডাই গ্র্যান্ড i10 নিওস AMT উপযুক্ত। প্রশস্ত ইন্টেরিয়র, রিয়ার AC ভেন্টস, ওয়্যারলেস ফোন কানেক্টিভিটি এবং টাচস্ক্রিন ডিসপ্লে গাড়িটিকে করেছে আরও আকর্ষণীয়। প্রায় ২০ কিমি/লিটার মাইলেজ ও 7.3 লক্ষ দামের জন্য এটি বিশেষ করে তরুণ ক্রেতাদের মধ্যে জনপ্রিয়।

রেনল্ট কাইগার AMT

কমপ্যাক্ট SUV-এর ফিচার সাশ্রয়ী দামে দেওয়ার জন্য পরিচিত রেনল্ট কাইগার AMT। স্টাইলিশ ডিজাইন, প্রশস্ত কেবিন এবং রুফ রেলস এটিকে আলাদা করে তোলে। শহরে আরামে চালানো যায়, আবার মাইলেজও সন্তোষজনক। 8 লক্ষ এর মধ্যে SUV কেনার স্বপ্ন পূরণ করতে সক্ষম এই মডেল।

মারুতি সেলোরিও AMT

মাইলেজপ্রেমীদের জন্য মারুতি সেলোরিও AMT একেবারেই পারফেক্ট। এর 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন ও আইডল স্টার্ট-স্টপ প্রযুক্তি প্রায় ২৬ কিমি/লিটার মাইলেজ দেয়। ছোট আকারে ভিড়ভাট্টা শহরে গাড়ি চালানো বা পার্কিং একেবারে সহজ। দাম প্রায় 6.6 লক্ষ।

রেনল্ট ট্রাইবার AMT

সাত আসনের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী বিকল্প হচ্ছে রেনল্ট ট্রাইবার AMT। মডুলার সিটিং সিস্টেমে পরিবারকে আরামদায়ক ভ্রমণের সুবিধা দেয়। টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ও প্রশস্ত কেবিন এর বড় আকর্ষণ। প্রায় 7.2 লক্ষ দামে এই 7-সিটার বাজারে আলাদা জায়গা তৈরি করেছে।
About Author